চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৯ | Anganwadi Practice Set in Bengali

Anganwadi Practice Set in Bengali: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য এই ওয়েবসাইটে প্রতিদিন Anganwadi Practice Set (Bengali Version) পাবলিশ করা হচ্ছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে।

Anganwadi Practice Set in Bengali

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। তাই প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্নগুলি সংগ্রহ করা হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।

ICDS Practice Set in Bengali (Part- 49)

1) একটি বায়ুবাহিত রোগের নাম লেখো?
[A] আমাশয়
[B] ইনফ্লুয়েঞ্জা
[C] টাইফয়েড
[D] কলেরা

উত্তরঃ [B] ইনফ্লুয়েঞ্জা

2) ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে বেশি গ্রামীণ পরিবার লক্ষ্য করা যায়?
[A] মেঘালয়
[B] কেরালা
[C] বিহার
[D] কোনোটিই নয়

উত্তরঃ [C] বিহার

3) টিউবারকিউলোসিস রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?
[A] ফুসফুস
[B] যকৃত
[C] হৃদপিণ্ড
[D] মস্তিষ্ক

উত্তরঃ [A] ফুসফুস

4) আপ্পিকো আন্দোলন কবে হয়েছিল?
[A] 1988 সালে
[B] 1987 সালে
[C] 1985 সালে
[D] 1983 সালে

[quads id=10]

উত্তরঃ [D] 1983 সালে

5) বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম কি ছিল?
[A] নিষ্ক
[B] কৃষ্ণল
[C] কাকনিক
[D] কসমা

উত্তরঃ [A] নিষ্ক

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৮ 

6) মেন্ডেলের প্রথম সূত্রটি হল—
[A] সংকরায়ন সূত্র
[B] পৃথক ভবন সূত্র
[C] শ্রেণীবিন্যাস সূত্র
[D] স্বাধীন বিন্যাস

উত্তরঃ [B] পৃথক ভবন সূত্র

7) পতঞ্জলি কি জন্য বিখ্যাত?
[A] যোগসূত্র
[B] পঞ্চতন্ত্র
[C] ব্রহ্মপুত্র
[D] আয়ুর্বেদ

উত্তরঃ [A] যোগসূত্র

8) বুলিফর্ম দেখা যায়—
[A] কান্ডের ত্বকে
[B] মূলের ত্বকে
[C] ঘাসের পত্রত্বকে
[D] পাতার ত্বকে

উত্তরঃ [C] ঘাসের পত্রত্বকে

9) বৈদিক সভ্যতার সময়কাল ছিল—
[A] গণতান্ত্রিক
[B] প্রজাতান্ত্রিক
[C] সমাজতান্ত্রিক
[D] রাজতান্ত্রিক

উত্তরঃ [D] রাজতান্ত্রিক

10) কোন উৎসেচকটি শুধুমাত্র উদ্ভিদদেহে পাওয়া যায়?
[A] মলটেজ
[B] ইনভারটেজ
[C] সুক্রেজ
[D] ল্যাকটেজ

উত্তরঃ [B] ইনভারটেজ

Anganwadi Karmi Free Practice Set

[quads id=10]

Anganwadi Practice Set in Bengali

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ