এক নজরে
ANM GNM Practice Set 2024: আসন্ন ANM GNM পরীক্ষার জন্য Exam Bangla Publication -এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্ত্বপূর্ণ প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ANM GNM Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
ANM GNM Practice Set 2024
ANM GNM পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। সিলেবাস অনুযায়ী এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি Category – 1 থেকে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের বিভিন্ন বিষয়ের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
ANM GNM Practice Set in Bengali
ANM GNM পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 20 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও Category – 1 থেকে 20 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
ANM GNM Practice Set 6
1. ফার্নের শুক্রাণু কিসের মাধ্যমে স্থানান্তরিত হয়?
[A] জল
[B] বায়ু
[C] মাটি
[D] পতঙ্গ
উত্তরঃ [A] জল
2. দেহে জলের ভারসাম্য রক্ষা করে কোন মৌল?
[A] আয়োডিন
[B] সোডিয়াম
[C] পটাশিয়াম
[D] ক্লোরিন
উত্তরঃ [D] ক্লোরিন
3. ‘সর্বোচ্চ প্রভুগ্রন্থি’ কাকে বলে?
[A] থাইরয়েড
[B] পিটুইটারি
[C] হাইপোথ্যালামাস
[D] অ্যাড্রেনাল
উত্তরঃ [C] হাইপোথ্যালামাস
4. ঘরের উষ্ণতায় কোন অধাতুটি তরল অবস্থায় পাওয়া যায়?
[A] পারদ
[B] ব্রোমিন
[C] ফসফরাস
[D] আয়োডিন
উত্তরঃ [B] ব্রোমিন
5. সিনেমার পর্দায় কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
[A] সদবিম্ব
[B] অসদবিম্ব
[C] সদবিম্ব ও বিবর্ধিত
[D] অসদবিম্ব ও বিবর্ধিত
উত্তরঃ [C] সদবিম্ব ও বিবর্ধিত
6. “COVAXIN” কোন সংস্থা তৈরি করেছে?
[A] ভারত বায়োটেক
[B] শ্রীরাম ইনস্টিটিউট
[C] ইন্ডিয়া বায়োটেক
[D] কোনটিই নয়
উত্তরঃ [A] ভারত বায়োটেক
আরও পড়ুনঃ নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৫
7. দুটি নিউরোনের সংযোগস্থলকে কি বলে?
[A] নিউরোগ্লিয়া
[B] গ্যাংলিয়ন
[C] সাইন্যাপস
[D] নিউরোপ্লাজম
উত্তরঃ [C] সাইন্যাপস
8. জীবদেহে ফ্যাট পরিপাকে সাহায্য করে কোনটি?
[A] অ্যাসিড
[B] ক্ষার
[C] জল
[D] লবণ
উত্তরঃ [D] লবণ
9. স্ত্রীলোকের সেক্স ক্রোমোজোম কোনটি?
[A] XX
[B] YY
[C] XY
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] XX
10. ‘আত্মঘাতী থলি’ কাকে বলে?
[A] সাইটোপ্লাজম
[B] লাইসোজোম
[C] রাইবোজোম
[D] মাইটোকনড্রিয়া
উত্তরঃ [B] লাইসোজোম
11. মেইন সুইচের আউটপুটে কয়টি লাইন থাকে?
[A] ১ টি
[B] ২ টি
[C] ৩ টি
[D] ৪ টি
উত্তরঃ [C] ৩ টি
12. 2.5 Ω রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে 1 ঘন্টা ধরে 0.5 A তড়িৎপ্রবাহ হলে কী পরিমান তাপ উৎপন্ন হবে?
[A] 375 J
[B] 1575 J
[C] 2250 J
[D] 3600 J
উত্তরঃ [C] 2250 J
13. RAM -এর পুরো নাম কি?
[A] Random Access Message
[B] Read Access Memory
[C] Random Access Memory
[D] Running Access Message
উত্তরঃ [C] Random Access Memory
14. মানবদেহের ক্ষুদ্রতম অস্থি কোনটি?
[A] স্টেপিস
[B] ফিমার
[C] আলনা
[D] কশেরুকা
উত্তরঃ [A] স্টেপিস
15. কোন বয়সটিকে বয়ঃসন্ধিকাল বলা হয়?
[A] ১০-১৫ বছর
[B] ১৩-১৮ বছর
[C] ১৫-১৮ বছর
[D] ১৬-১৯ বছর
উত্তরঃ [B] ১৩-১৮ বছর
16. বিসমসিস রোগ কাদের মধ্যে বেশি দেখা যায়?
[A] বস্ত্রশিল্প শ্রমিক
[B] কয়লাখনির শ্রমিক
[C] কারখানার শ্রমিক
[D] তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক
উত্তরঃ [A] বস্ত্রশিল্প শ্রমিক
ANM GNM পরীক্ষার জন্য সেরা বই।
👇 এই বই থেকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে 👇
17. উদ্ভিদ জগতের উভচর কাকে বলা হয়?
[A] স্পাইরোগাইরা
[B] লাইকেন
[C] ফার্ন
[D] মস
উত্তরঃ [D] মস
18. গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে কিসের লেপন দেওয়া হয়?
[A] সোনা
[B] জিংক
[C] অ্যালুমিনিয়াম
[D] প্ল্যাটিনাম
উত্তরঃ [B] জিংক
19. পর্যায় সারণির জনক কে?
[A] মোজলে
[B] ডাবেরিনার
[C] মেন্ডেলিভ
[D] নিউল্যান্ড
উত্তরঃ [C] মেন্ডেলিভ
20. চিপকো আন্দোলন কত সালে সংঘটিত হয়েছিল?
[A] 1980
[B] 1970
[C] 1956
[D] 1973
উত্তরঃ [D] 1973
ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন 👇👇