এক নজরে
ANM GNM Practice Set 2024: আসন্ন ANM GNM পরীক্ষার জন্য Exam Bangla Publication -এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্ত্বপূর্ণ প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ANM GNM Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
ANM GNM Practice Set 2024
ANM GNM পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। সিলেবাস অনুযায়ী এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি Category – 1 থেকে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের বিভিন্ন বিষয়ের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
ANM GNM Practice Set in Bengali
ANM GNM পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 20 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও Category – 1 থেকে 20 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
ANM GNM Practice Set 11
1. রিলে কেন্দ্র কাকে বলে?
[A] থ্যালামাস
[B] হাইপোথ্যালামাস
[C] সেরিব্রাম
[D] সেরিব্রাল
উত্তরঃ [A] থ্যালামাস
2. ল্যাটিন শব্দ ‘কোয়াসারভেট’ এর অর্থ কি?
[A] উৎপত্তি
[B] বিচ্ছিন্ন হওয়া
[C] গুচ্ছ
[D] বিবর্তন
উত্তরঃ [C] গুচ্ছ
3. অযৌন জননের একক কি?
[A] রেনু
[B] গ্যামেট
[C] পরাগ
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] রেনু
4. মানব দেহের ‘ব্লাডব্যাঙ্ক’ কাকে বলা হয়?
[A] প্লীহা
[B] যকৃত
[C] মেরুরজ্জু
[D] হৃদপিণ্ড
উত্তরঃ [A] প্লীহা
5. পরিযায়ী মাছ কোনটি?
[A] ইলিশ
[B] শিঙি
[C] চিংড়ি
[D] রুই
উত্তরঃ [A] ইলিশ
6. কোন ভিটামিন কে হরমোন বলা হয়?
[A] ভিটামিন A
[B] ভিটামিন B
[C] ভিটামিন C
[D] ভিটামিন D
উত্তরঃ [D] ভিটামিন D
আরও পড়ুনঃ নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১০
7. কোন উদ্ভিদ গমনে সক্ষম?
[A] প্লানেরিয়া
[B] স্পাইরোগাইরা
[C] ক্ল্যামাইডোমোনাস
[D] ড্রাইপটেরিস
উত্তরঃ [C] ক্ল্যামাইডোমোনাস
8. অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে রক্ত সংবহনতন্ত্র কি প্রকৃতির?
[A] বদ্ধ
[B] মুক্ত
[C] উভয়ই
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] বদ্ধ
9. কোন দশায় মোটর ক্রিয়া হ্রাস পায়?
[A] শৈশব
[B] বয়ঃসন্ধি
[C] পরিণত
[D] বার্ধক্য
উত্তরঃ [D] বার্ধক্য
10. নিম্নলিখিত কোন তরলটি সুষুম্নাকাণ্ডের গহ্বরে অবস্থিত?
[A] সাইটোপ্লাজম
[B] সেরিব্রো স্পাইনাল ফ্লুইড
[C] ইন্ট্রা অকুলার লিকুইড
[D] কোনোটিই নয়
উত্তরঃ [B] সেরিব্রো স্পাইনাল ফ্লুইড
11. স্নায়ুকোশের দীর্ঘ প্রবর্ধককে কি বলে?
[A] অ্যাক্সন
[B] ডেনড্রন
[C] নিউরোফাইব্রিল
[D] নিউরোলেমা
উত্তরঃ [A] অ্যাক্সন
12. ক্যারিওলিম্ফ কি?
[A] নিউক্লিয়াসকে ঘিরে সজীব ও দ্বিস্তরীয় আবরণী
[B] নিউক্লিয়াসের মধ্যে ঘন এবং গোলাকার অংশ
[C] নিউক্লিয়াসের মধ্যে অর্ধ তরল স্বচ্ছ পদার্থ
[D] নিউক্লিয়াসের মধ্যে সূক্ষ্ম সুতোর মতো অংশ
উত্তরঃ [C] নিউক্লিয়াসের মধ্যে অর্ধ তরল স্বচ্ছ পদার্থ
13. মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন?
[A] ৩ জোড়া
[B] ৫ জোড়া
[C] ৭ জোড়া
[D] ৮ জোড়া
উত্তরঃ [C] ৭ জোড়া
14. NTP তে যেকোনো গ্যাসের এক গ্রাম-অণুর আয়তন কত?
[A] 11.2 L
[B] 22.4 L
[C] 44.8 L
[D] বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন হবে
উত্তরঃ [B] 22.4 L
15. ল্যাবরেটরীতে তৈরি প্রথম জৈব যৌগ কোনটি?
[A] বেঞ্জিন
[B] মিথেন
[C] ল্যাকটিক অ্যাসিড
[D] ইউরিয়া
উত্তরঃ [D] ইউরিয়া
16. কোন বিজ্ঞানী ইলেকট্রন আবিষ্কার করেন?
[A] রাদারফোর্ড
[B] স্যাডউইক
[C] বোর
[D] থমসন
উত্তরঃ [D] থমসন
ANM GNM পরীক্ষার জন্য সেরা বই।
👇 এই বই থেকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে 👇
17. দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতু পাওয়া যায়?
[A] 1 নং
[B] 2 নং
[C] 17 নং
[D] 18 নং
উত্তরঃ [B] 2 নং
18. তড়িৎ আধান কয় প্রকার?
[A] 1 প্রকার
[B] 2 প্রকার
[C] 3 প্রকার
[D] 4 প্রকার
উত্তরঃ [B] 2 প্রকার
19. “স্বরাজ আমার জন্মগত অধিকার”– কার উক্তি?
[A] বিনায়ক দামোদর সাভারকর
[B] বাসুদেব বলবন্ত ফাড়কে
[C] বাল গঙ্গাধর তিলক
[D] বালকৃষ্ণ চাপেকার
উত্তরঃ [C] বাল গঙ্গাধর তিলক
20. সিয়াচেন হিমবাহ পর্বতশ্রেণী কোথায় অবস্থিত?
[A] কারাকোরাম
[B] জাস্কার
[C] পীরপাঞ্জাল
[D] শিবালিক
উত্তরঃ [A] কারাকোরাম
ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন 👇👇