এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 | এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ PDF

এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2023: হ্যালো বন্ধুরা, আজকের এই পোস্টে প্রকাশ করা হলো ‘এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2023’। এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স pdf -এ এপ্রিল মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স…

Published By: Exam Bangla | Published On:

এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2023: হ্যালো বন্ধুরা, আজকের এই পোস্টে প্রকাশ করা হলো ‘এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2023’। এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স pdf -এ এপ্রিল মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সুন্দরভাবে সাজানো হয়েছে। ২০২৩ সালের এপ্রিল মাসের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নের পিডিএফ টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। April Month Current Affairs 2023 in Bengali.

এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2023

April Month Current Affairs in Bengali
CategoryBangla Current Affairs 2023
MonthApril Month, 2023
Question TypeOne Liner
FormatPDF
Download linkgiven below

কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩

এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স (April Month Current Affairs 2023) প্রশ্নোত্তর গুলি সম্পূর্ণ বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে। এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নগুলি ধারাবাহিক ভাবে সাজানো হয়েছে। April Month Bangla Current Affairs 2023

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর ২০২৩

এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স (April Month Current Affairs 2023) প্রশ্নোত্তর গুলি সম্পূর্ণ বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে। এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নগুলি ধারাবাহিক ভাবে সাজানো হয়েছে। April Month Bangla Current Affairs 2023

Read More:
January Month Current Affairs
February Month Current Affairs
March Month Current Affairs

1. উড়িষ্যা দিবস বা উৎকল দিবস কবে পালিত হয়? উঃ 1 এপ্রিল
2. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? উঃ 1 এপ্রিল। RBI -এর প্রতিষ্ঠা হয় 1 এপ্রিল, 1935 সালে। এবং এর জাতীয়করণ হয় 1 জানুয়ারি,1949 সালে।
3. সম্প্রতি কোন রাজ্য “School Chalo Abhiyan 2023” ক্যাম্পেইনটি চালু করেছে? উঃ উত্তর প্রদেশ।
4. সম্প্রতি গ্রিসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কে নিয়োগ হয়েছেন? উঃ রুদ্রেন্দ্র ট্যান্ডন।
5. সম্প্রতি কোন দেশের রাজা তিনদিনের জন্য ভারত ভ্রমনে এসেছিলেন? উঃ ভুটানের রাজা Jigme Namgyel Wangchuck.

April Month Current Affairs PDF in Bengali

6. সম্প্রতি ভারতীয় নেভির “Vice Chief of Naval Staff” হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উঃ Admiral SJ Singh
7. সম্প্রতি ICC MEN’S T20 ক্রিকেটের প্রথম মহিলা আম্পায়ার কে হয়েছেন? উঃ কিম কটন।
8. FIFA -এর র‍্যাঙ্কিং অনুযায়ী 2023 সালে কোন দেশ ফুটবল খেলায় শীর্ষস্থান দখল করেছে? উঃ আর্জেন্টিনা।
9. সম্প্রতি আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানে “গজ উৎসব 2023”-এর সূচনা কে করেছেন? উঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
10. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? উঃ 7 এপ্রিল। এ বছরের থিম হলো-“Health for All”.
11. ভারতে অনুষ্ঠিত 2023 সালের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের লোগোর নাম কি? উঃ নভরাসা।
12. সম্প্রতি কোন ভারতীয়-আমেরিকান গণিতবিদ গণিতের ‘নোবেল প্রাইজ’ পেয়েছেন? উঃ C R Rao
13. সম্প্রতি কোন ক্রিকেটার IPL-এ দ্রুততম 6000 রান পূর্ণ করেছেন? উঃ ডেভিড ওয়ার্নার।
14. সম্প্রতি কোন রাজ্যে “বৈশাখী মহোৎসব 2023” পালিত হয়েছে? উঃ জম্মু-কাশ্মীর।
15. সম্প্রতি কোথায় ডঃ বি আর আম্বেদকরের 125 ফুট লম্বা মূর্তির উদ্বোধন করা হয়েছে? উঃ হায়দ্রাবাদে।
16. সম্প্রতি আকাশে হাইব্রিড সূর্যগ্রহণ কবে দেখা গিয়েছিল? উঃ 20 এপ্রিল 2023।
17. জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালিত হয়? উঃ 24 এপ্রিল।
18. সম্প্রতি ভারতের প্রথম ওয়াটার মেট্রো প্রকল্প কোথায় শুরু হয়েছে? উঃ কেরলের বন্দর শহর কোচিতে।
19. বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? উঃ 25 এপ্রিল।
20. সম্প্রতি SIPRI -এর রিপোর্ট অনুযায়ী 2022 সালে প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যয়ের হিসাবে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত? উঃ চতুর্থ।

এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Download link

ওপরে দেওয়া প্রশ্নোত্তর গুলি হলো নমুনা প্রশ্ন। মূল পিডিএফ -এ বিস্তারিতভাবে উত্তরগুলি দেওয়া রয়েছে। নীচের ডাউনলোড লিংকে ক্লিক করে “April Month Bangla Current Affairs PDF” ডাউনলোড করতে পারবেন।

April Month Current Affairs: Download Now

join Telegram

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career