চাকরির খবর

পশ্চিমবঙ্গের আর্মি পাবলিক স্কুলে শিক্ষক নিয়োগ, APS Barrackpore Recruitment

Share

নতুন বছরের আগেই শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ব্যারাকপুর আর্মি পাবলিক স্কুল। বিভিন্ন বিষয় ভিত্তিক পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ও প্রাইমারি টিচার নিয়োগ করা হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য বিরাট সুযোগ। কারণ পশ্চিমবঙ্গের প্রার্থীরা নিজের রাজ্যেই চাকরির সুযোগ পাবেন। APS Barrackpore Recruitment. Army Public School Barrackpore

পদের নাম- পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT)
বিষয় ভিত্তিক শূন্যপদ- ইংরেজি- ১ টি, হিন্দি- ১ টি, গণিত- ১ টি, বায়োলজি- ১ টি, ইকোনমিক্স- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত ৫০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশ করতে হবে। সঙ্গে বিএড থাকা বাধ্যতামূলক।

পদের নাম- ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT)
বিষয় ভিত্তিক শূন্যপদ- ইংরেজি- ২ টি, হিন্দি- ৬ টি, সংস্কৃত- ১ টি, অংক- ৪ টি, সাইন্স- ২ টি, সোশ্যাল সাইন্স- ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত ৫০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয় গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সঙ্গে বিএড থাকা বাধ্যতামূলক।

পদের নাম- প্রাইমারি টিচার (PRT)
মোট শূন্যপদ- ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সঙ্গে বিএড থাকা বাধ্যতামূলক।

পদের নাম- কাউন্সিলার।
মোট শূন্যপদ- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- সাইকোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। অথবা কাউন্সেলিং বিষয়ে ডিপ্লোমা কোর্স করতে হবে, এক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম- কম্পিউটার শিক্ষক।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সাইন্স বিষয়ে বিটেক/ বিএসসি ডিগ্রি পাশ করতে হবে। অথবা বিএসসি পাশ করতে হবে, এক্ষেত্রে কম্পিউটার সায়েন্স বিষয়ে এক বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।

পদের নাম- PET (Lady) [Physical Education Teacher].
শূন্য পদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্যাল এডুকেশন বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ। অথবা বিপিএড ডিগ্রী পাশ করে থাকলেও আবেদনযোগ্য।

পদের নাম- মিউজিক (ভোকাল)
শূন্য পদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভোকাল মিউজিক বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ।

নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। Shortlisted candidates will be called for interview over phone.

আবেদন পদ্ধতি- পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ও প্রাইমারি টিচার পদগুলির ক্ষেত্রে আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। ব্যারাকপুর আর্মি পাবলিক স্কুল নির্ধারিত আবেদনপত্র পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্র ডাউনলোড করা যাবে www.apsbkp.in > Career ওয়েবসাইট থেকে। এবং কাউন্সিলর, কম্পিউটার শিক্ষক, PET (Lady), মিউজিক (ভোকাল) পদের ক্ষেত্রে আবেদন করতে হবে সাদা কাগজে। উভয় ক্ষেত্রে আবেদনপত্রের সাথে সমস্ত নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ব্যারাকপুর আর্মি পাবলিক স্কুলের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে পোস্ট অফিসের মাধ্যমে অথবা সরাসরি গিয়ে হাতেও জমা দিতে পারবেন। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ২ জানুয়ারি, ২০২১।

Download Official Notification
Download Application form for PGT, TGT, PRT

This post was last modified on December 19, 2020 12:49 pm

সর্ব শেষ প্রকাশিত

প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের পর এবার, ৭০ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হচ্ছে সংশয়

শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে আমূল ভেঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? কি হতে পারে পশ্চিমবঙ্গের…

2 hours ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মাধ্যমিক ২০২৪ মেধা তালিকা

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে এবারের…

1 day ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | অনলাইনে চেক করুন মাধ্যমিক রেজাল্ট 2024

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিক রেজাল্ট ২০২৪। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক রেজাল্ট…

1 day ago

Madhyamik Result 2024 LIVE | প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট ২০২৪, নিজের রেজাল্ট দেখে নিন

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ প্রতীক্ষার পর আজ ২রা মে, ২০২৪ তারিখে প্রকাশিত হল এবারের মাধ্যমিক…

1 day ago

কয়েক ঘন্টা পরেই প্রকাশিত হবে মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | নিজের মোবাইলে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক রেজাল্ট ২০২৪। সকাল…

2 days ago

রাত পোহালেই মাধ্যমিক রেজাল্ট! রেজাল্ট দেখতে কি কি ডকুমেন্ট লাগবে দেখে নিন

মাধ্যমিক রেজাল্ট 2024: দীর্ঘ অপেক্ষার পর আগামীকাল সকাল ৯ টায় প্রকাশিত হতে চলেছে এবারের মাধ্যমিক…

2 days ago