রাজ্যে পাড়ায় পাড়ায় বাংলা সহায়তা কেন্দ্র চালু হবে, হবে নতুন নিয়োগ

পশ্চিমবঙ্গের মানুষকে সাহায্য করার জন্য বাংলা সহায়তা কেন্দ্র খুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত বছরের ১২ অক্টোবর নির্দেশিকা জারি করে বাংলা সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলায়। বিনামূল্যে সাধারণের কাছে…

Published By: ExamBangla.com | Published On:

পশ্চিমবঙ্গের মানুষকে সাহায্য করার জন্য বাংলা সহায়তা কেন্দ্র খুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত বছরের ১২ অক্টোবর নির্দেশিকা জারি করে বাংলা সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলায়। বিনামূল্যে সাধারণের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ওই কেন্দ্রগুলি গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এক বছরের মধ্যেই ওই প্রকল্প চূড়ান্ত সাফল্য পেয়েছে। পাঁচ কোটিরও বেশি মানুষ BSK -এর পরিষেবা পেয়েছেন, বৃহস্পতিবারই সে কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘বাংলা সহায়তা কেন্দ্রের সুবিধা ইতিমধ্যেই পেয়েছেন রাজ্যের একাধিক মানুষ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে মোট ১০ হাজার বাংলা সহায়তা কেন্দ্র গড়ে তোলার পদক্ষেপ করা হয়েছে। প্রয়োজনে রাজ্যের উদ্যোগে পাড়ায় পাড়ায় গড়ে তোলা বাংলা সহায়তা কেন্দ্র। পাড়ায় পাড়ায় বাংলা সহায়তা কেন্দ্র গড়ে উঠলে সাধারণ মানুষ যেমন পাড়ায় পাড়ায় পরিষেবা পাবেন, তেমন রাজ্যে অনেক কর্মসংস্থান গড়ে উঠবে।

বর্তমান রাজ্যে ২৫৬১ টি বিএসকে রয়েছে। কর্মরত রয়েছেন ৭১২২ জন কম্পিউটার অপারেটর। প্রতি কেন্দ্রে দুই থেকে তিনজন করে অপারেটর নিযুক্ত করা হয়েছে। রাজ্যের নিযুক্ত এই অপারেটররাই সাধারণ মানুষকে অনলাইনের মাধ্যমে কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকবন্ধু, খাদ্যসাথী, জমির মিউটেশন, ইত্যাদি পরিষেবা পাওয়ার জন্য বিনামূল্যে পরিষেবা দিয়ে থাকেন। আর এই পরিষেবার সংখ্যায় রবিবার অতিক্রম করল পাঁচ কোটির গণ্ডি। একজন ব্যক্তি একাধিক পরিষেবা পেয়েছেন। সেই নিরিখে উপকৃত হয়েছেন রাজ্যের ৩ কোটি ৭২ লক্ষ ৯২০১ জন মানুষ।

সবথেকে বেশি পরিষেবা পেয়েছে পূর্ব বর্ধমান জেলা- সংখ্যাটি ৬০ লক্ষ ৫৫ হাজার ৭৪৭। তারপরেই আছে পূর্ব মেদিনীপুর—৫৫ লক্ষ ৬৬ হাজার ৩২টি বিভিন্ন পরিষেবা দেওয়া হয়েছে। মোট পরিষেবার মধ্যে ৯২.৩ শতাংশ দেওয়া হয়েছে গ্রামীণ এলাকার মধ্যেই। উপকৃতদের মধ্যে ৩৫ শতাংশই মহিলা। ৩৬ শতাংশ ও ৬.৯৮ শতাংশ তফসিলি ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসেছেন এই কেন্দ্রগুলিতে। করোনা কালে বিএসকে থাকার জন্য মানুষ সমস্ত সরকারি পরিষেবার আবেদন খুব সহজেই করতে পেরেছেন।

রাজ্যে নতুন করে বাংলা সহায়তা কেন্দ্র চালু হলে রাজ্যে প্রচুর সংখ্যায় কম্পিউটার অপারেটর নিয়োগ করবে রাজ্য সরকার। আর বি.এস.কে অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ExamBangla.com -এর পাতায় সর্বপ্রথম প্রকাশিত হবে। পাশাপাশি যেকোনো সরকারি চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- Join Now: Click Here

আরও পড়ুনঃ
মার্চ মাসের সমস্ত চাকরির খবর
রাজ্যে আশা কর্মী নিয়োগ চলছে
ব্লক অফিসে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career