চাকরির খবর

ব্যাঙ্ক নোট প্রেসে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত আবেদন পদ্ধতি

Share

ব্যাঙ্ক নোট প্রেসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে মোট 135 টি শূন্যপদে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। কোন কোন পদে নিয়োগ করা হবে? শিক্ষাগত যোগ্যতা? আবেদন পদ্ধতি? বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের পোস্টে। Bank Note Press Recruitment 2021.

পদের নাম- ওয়েলফেয়ার অফিসার।
মোট শূন্যপদ- 1 টি।
শিক্ষাগত যোগ্যতা- রাজ্য সরকার দ্বারা স্বীকৃত যে কোন ইউনিভার্সিটি থেকে একটি ডিগ্রী থাকতে হবে। সোশ্যাল সাইন্সে ডিপ্লোমা বা ডিগ্রী করে থাকতে হবে। হিন্দি ভাষায় জ্ঞান থাকতে হবে।
বয়স- 11/06/2021 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 30 বছরের মধ্যে।
বেতন- পে লেভেল A-2 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন 29,740/- 1,03,000/- টাকা।

পদের নাম- সুপারভাইজার (ইংক ফ্যাক্টরি)।
মোট শূন্যপদ- 1 টি।
শিক্ষাগত যোগ্যতা- ডাই স্টাফ টেকনোলজি/ পেইন্ট টেকনোলজি/ সারফেস কোটিং টেকনোলজি/ প্রিন্টিং ইংক টেকনোলজি/ প্রিন্টিং টেকনোলজি তে ফার্স্ট ক্লাস সহ ডিপ্লোমা কমপ্লিট করে থাকতে হবে। B.Tech/ B.E./ ইঞ্জিনিয়ারিং এ B.Sc অথবা রসায়নে B.Sc করে থাকতে হবে।
বয়স- 11/06/2021 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 30 বছরের মধ্যে।
বেতন- পে লেভেল S-1 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন 27,600/- থেকে 95,910/- টাকা।

More Job: West Bengal Health Job

পদের নাম- সুপারভাইজার (ইনফরমেশন টেকনোলজি)।
মোট শূন্যপদ- 1 টি।
শিক্ষাগত যোগ্যতা- ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ঐ ফার্স্ট ক্লাস সহ ডিপ্লোমা করে থাকতে হবে। উচ্চতর যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট শাখায় B.Tech/ B.E./ ইঞ্জিনিয়ারিং এ B.Sc করে থাকতে হবে।
বয়স- 11/06/2021 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 30 বছরের মধ্যে।
বেতন- পে লেভেল S-1 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন 27,600/- থেকে 95,910/- টাকা।

পদের নাম- জুনিয়র অফিস অ্যাসিস্ট‍্যান্ট।
মোট শূন্যপদ- 18 টি।
শিক্ষাগত যোগ্যতা- 55 শতাংশ নম্বর সহ যে কোন শাখায় স্নাতক হতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজি ভাষায় মিনিটে 40 টি শব্দ এবং হিন্দিতে 30 টি শব্দ তোলার গতি থাকতে হবে।
বয়স- 11/06/2021 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 28 বছরের মধ্যে।
বেতন- পে লেভেল B-3 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন 21,540/- থেকে 77,160/- টাকা।

এই পদের জন্য মিন্ট দপ্তরে 3 টি ও ব্যাংক নোট প্রেস দপ্তরে 15 টি শুন্য পদ রয়েছে।

পদের নাম- জুনিয়র টেকনিশিয়ান (ইংক ফ্যাক্টরি)।
মোট শূন্যপদ- 60 টি।
শিক্ষাগত যোগ্যতা- ডাই স্টাফ টেকনোলজি/ পেইন্ট টেকনোলজি/ সারফেস কোটিং টেকনোলজি/ প্রিন্টিং ইংক টেকনোলজি/ প্রিন্টিং টেকনোলজি তে আইটিআই কোর্স করে থাকতে হবে।
বয়স- 11/06/2021 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 25 বছরের মধ্যে।
বেতন- পে লেভেল W-1 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন 18,780/- থেকে 67,390/- টাকা।

পদের নাম- জুনিয়র টেকনিশিয়ান (প্রিন্টিং)।
মোট শূন্যপদ- 23 টি।
শিক্ষাগত যোগ্যতা- NCVT স্বীকৃত এক বছরের NAC সার্টিফিকেট সহ প্রিন্টিং এর সংশ্লিষ্ট শাখায় আইটিআই পাস করে থাকতে হবে।
বয়স- 11/06/2021 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 25 বছরের মধ্যে।
বেতন- পে লেভেল W-1 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন 18,780/- থেকে 67,390/- টাকা।

পদের নাম- জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল/ ইনফরমেশন টেকনোলজি)।
মোট শূন্যপদ- 15 টি।
শিক্ষাগত যোগ্যতা- NCVT স্বীকৃত এক বছরের NAC সার্টিফিকেট সহ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স শাখায় আইটিআই পাস করে থাকতে হবে।
বয়স- 11/06/2021 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 25 বছরের মধ্যে।
বেতন- পে লেভেল W-1 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন 18,780/- থেকে 67,390/- টাকা।

পদের নাম- জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল/ AC)।
মোট শূন্যপদ- 15 টি।
শিক্ষাগত যোগ্যতা- NCVT স্বীকৃত এক বছরের NAC সার্টিফিকেট সহ ফিটার , মেশিনিস্ট টার্নার, ইন্সট্রুমেন্ট মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল শাখায় আইটিআই পাস করে থাকতে হবে।
বয়স- 11/06/2021 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 25 বছরের মধ্যে।
বেতন- পে লেভেল W-1 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন 18,780/- থেকে 67,390/- টাকা।

পদের নাম- সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ- 1 টি।
শিক্ষাগত যোগ্যতা- 55 শতাংশ নম্বর সহ যে কোন শাখায় স্নাতক হতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। স্টেনোগ্রাফিতে ইংরেজি/ হিন্দিতে মিনিটে 80 টি এবং কম্পিউটারে ইংরেজি/ হিন্দিতে মিনিটে 40 টি শব্দ তোলার গতি থাকতে হবে।
বয়স- 11/06/2021 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 28 বছরের মধ্যে।
বেতন- পে লেভেল B-4 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন 21,540/- থেকে 85,570/- টাকা।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। www.bnpdewas.special.com এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করতে পারবেন 12/05/2021 থেকে 18/06/2021 তারিখের মধ্যে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হলে আপডেট দেওয়া হবে।

পরীক্ষার তারিখ- অনলাইনের মাধ্যমে পরীক্ষা ও কম্পিউটারে টাইপিং টেস্ট এর পরীক্ষা হবে আগামী জুলাই থেকে আগস্ট এর মধ্যে।

Official Website

For Registration- Click here

For Log in- Click here

This post was last modified on June 12, 2021 9:08 pm

সর্ব শেষ প্রকাশিত

কয়েক ঘন্টা পরেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | নিজের মোবাইলে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট…

22 mins ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 08 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

2 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৮

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

17 hours ago

SSC Recruitment Scam: কলকাতা হাইকোর্টের রায়ে আপাতত ‘স্থগিতাদেশ’ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ…

17 hours ago

উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে বিরাট আপডেট দিল শিক্ষা সংসদ! পরীক্ষার্থীরা এক্ষুনি দেখে নিন

চলতি বছরে যেসব ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে আগামীকাল তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে…

18 hours ago

এপ্রিল ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স PDF | April 2024 Current Affairs PDF

এপ্রিল ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স PDF: রাজ্যের সরকারি, বেসরকারি, ব্যাঙ্কিং সহ অন্যান্য সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য এপ্রিল…

22 hours ago