Bank of Baroda Recruitment: আপনি যদি স্নাতক যোগ্যতায় একটি সম্মানজনক ও স্থায়ী সরকারি চাকরির সন্ধান করে থাকেন, তাহলে ব্যাংক অফ বরোদা’র এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আপনার জন্য হতে পারে এক সুবর্ণ সুযোগ। সম্প্রতি সংস্থার তরফে দেশের বিভিন্ন শাখা অফিসে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এটি হতে পারে এক বিশেষ সুযোগ। Exam Bangla‘র আজকের এই প্রতিবেদনে এই নিয়োগের যোগ্যতা, বয়সসীমা, আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।
নিয়োগকারী সংস্থা- ব্যাঙ্ক অফ বারোদা (BOB)।
মোট শূন্যপদ- ৫৮ টি।
১. চিফ ম্যানেজার-ইনভেস্টর রিলেশন:
- গ্রেড- এসএমজি/ এস-আইভি।
- শূন্যপদ- ০২ টি
- বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে।
- শিক্ষাগত যোগ্যতা- বাধ্যতামূলক: অর্থনীতি/ বাণিজ্যে স্নাতক। সিএ/ৎএমবিএ/ ইপিজিএম/সার্টিফাইড জেনারেল আইআইএম থেকে ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ অথবা কোনও স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে সমমানের কোর্স করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- পদের যোগ্যতা- ব্যাংকিং সেক্টর বা সুপরিচিত ব্রোকারেজ ফার্মগুলিতে কমপক্ষে ৮ বছরের সামগ্রিক অভিজ্ঞতা। এবং ইনভেস্টর রিলেশন, যোগাযোগ, গবেষণা বা সম্পর্কিত ভূমিকায় কমপক্ষে ২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা।
২. ম্যানেজার-ট্রেড ফাইন্যান্স অপারেশন:
- গ্রেড- এমএমজি/ এস-টু।
- শূন্যপদ- ১৪ টি
- বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ২৪-৩৪ বছরের মধ্যে।
- শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রী। আইআইবিএফ কর্তৃক ফরেক্সে সার্টিফিকেট বা সিডিসিএস / সিআইটিএফ অথবা ফরেক্স / আন্তর্জাতিক বিষয়ে অন্যান্য সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার মিলবে।
- পদের যোগ্যতা- সরকারি/ বেসরকারি/ বিদেশী ব্যাংকগুলিতে বাণিজ্য অর্থনীতি পরিচালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
৩. ম্যানেজার-ফরেক্স অ্যাকুইজিশন এন্ড রিলেশনশিপ:
- গ্রেড- এমএমজি/ এস-টু।
- শূন্যপদ- ৩৭ টি
- বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ২৬-৩৬ বছরের মধ্যে।
- শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার/ সরকারি সংস্থা/ এআইসিটিই কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। প্রার্থীরা সিডিসিএস/ সিআইটিএফ অথবা ফরেক্স/আন্তর্জাতিক বিষয়ে অন্যান্য সার্টিফিকেশন অথবা এমবিএ/ পিজিডিএম/ অর্থায়নে বিশেষজ্ঞতা / যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে মার্কেটিং/ট্রেড ফাইন্যান্স ডিগ্রি অর্জন করে থাকলে অগ্রাধিকার পাবেন।
- পদের যোগ্যতা- সরকারি/ বেসরকারি/ বিদেশী ব্যাংকে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতার, বাণিজ্য অর্থনীতি পরিচালনায় কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা।
চাকরির খবরঃ মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে
৪. সিনিয়ার ম্যানেজার-ফরেক্স অ্যাকুইজিশন এন্ড রিলেশনশিপ:
- গ্রেড- এমএমজি/ এস-থ্রী।
- শূন্যপদ- ০৫ টি
- বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ২৯-৩৯ বছরের মধ্যে।
- শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার/ সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ এআইসিটিই প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং বিক্রয় / মার্কেটিং / ব্যাংকিং / ফিনান্স / ট্রেড ফিনান্সে দুই বছরের পূর্ণকালীন এমবিএ / পিজিডিএম ডিগ্রী।
- পদের যোগ্যতা- সরকারি/ বেসরকারি/ বিদেশী ব্যাংকে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্য-অর্থনীতি কার্যক্রমে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
বেতনক্রম- গ্রেড অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের বেতন হবে-
- এমএমজি/ এস-টু: ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০/-
- এমএমজি/ এস-থ্রী: ৮৫,৯২০ থেকে ১,০৫,২৮০/
- এসএমজি/ এস-আইভি: ১,০২,৩০০ থেকে ১,০৫,৯৪০/-
চাকরির খবরঃ ২৩০৮ শূন্য পদে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু হলো
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ প্রক্রিয়া- যোগ্য প্রার্থীদের প্রথমে অনলাইন পরীক্ষা হবে (রিজনিং, ইংরেজি, গণিত এবং পেশাগত জ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকবে)। এরপর সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাশন এবং ব্যক্তিগত সাক্ষাৎকার নেওয়া হবে। অনলাইন পরীক্ষা ও সাক্ষাৎকারে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হবে।
আবেদন প্রক্রিয়া শুরু- অনলাইন আবেদন শুরু হবে ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে।
আবেদন মূল্য-
- সাধারণ/ ওবিসি/ ইডব্লিউএস প্রার্থীদের- ৮৫০ টাকা।
- এসসি/ এসটি/ পিডব্লিউডি/ ট্রান্সজেন্ডার/ মহিলা প্রার্থীদের- ১৭৫ টাকা টাকা।
আবেদন প্রক্রিয়া- ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট www.bankofbaroda.bank.in -এ গিয়ে আবেদন করতে হবে। আবেদন ও ফি প্রদানের শেষ তারিখ ৯ অক্টোবর ২০২৫। আবেদনপত্রে ছবি, স্বাক্ষর, শিক্ষাগত ও অভিজ্ঞতার প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন জমা ও ফি প্রদানের পর আবেদনপত্রের প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে।
অন্যান্য তথ্য- নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো শাখা বা অফিসে পোস্টিং দেওয়া হতে পারে। নির্বাচিতদের ১ বছরের পরীক্ষাকাল থাকতে হবে এবং বাধ্যতামূলক ৩ বছরের সার্ভিস বন্ড সই করতে হবে। সার্ভিস বন্ড ভঙ্গ করলে প্রার্থীদের ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। নিয়োগ ও পরবর্তী সমস্ত আপডেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটেই প্রকাশিত হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.