চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্য সরকারি হোমে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ, কোন যোগ্যতায় আবেদন?

সরকারি চাকরি করা যাদের স্বপ্ন, তাদের জন্য এবার বড় সুযোগ। রাজ্য সরকারের একটি হোমে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ রয়েছে , সম্প্রতি এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি ও বেরিয়েছে। কোন যোগ্যতায় আবেদন করবেন , কীভাবে আবেদন করবেন, শূন্যপদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি ইত্যাদি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

[quads id=16]

১। পদের নাম- অফিসার ইনচার্জ।
শূন্যপদের সংখ্যা- এই পদের জন্য শূন্যপদ রয়েছে ১টি। এটি জেনারেলদের জন্য সংরক্ষিত ও এই পদের জন্য নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা- সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ হিউম্যান রাইট ইত্যাদি বিষয়ের উপর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে ও অন্ততপক্ষে তিন বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটারের দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা- আবেদনকারী প্রার্থীদের ২৭ থেকে ৪২ বছরের মধ্যে বয়স হতে হবে।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হলো ৩৩,১০০ টাকা।

২। পদের নাম- চাইল্ড ওয়েলফেয়ার অফিসার।
শূন্যপদের সংখ্যা- ১টি শূন্যপদ রয়েছে। এটি জেনারেলদের জন্য সংরক্ষিত ও এই পদের জন্য নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা- সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ সোশ্যাল সায়েন্সের উপর গ্রাজুয়েশন থাকতে হবে অথবা এলএলবি ডিগ্রী থাকলেও হবে। এর সঙ্গে দুবছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকলে সেটা ভালো।
বয়সসীমা- ২১ থেকে ৪০ বছর।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হলো ২৩,১৭০ টাকা।

[quads id=16]

আরও পড়ুনঃ রেলওয়ে গ্ৰুপ- ডি বিগত বছরের প্রশ্নোত্তর পিডিএফ

৩। পদের নাম- কাউন্সিলর।
শূন্যপদের সংখ্যা- ১ টি। এটি SC জন্য সংরক্ষিত ও এই পদের জন্য নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা- সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ সাইকোলজিতে গ্রাজুয়েশন থাকতে হবে বা কাউন্সেলিং এর ওপর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে এক বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটারে দক্ষতা থাকলে সেটা ভালো।
বয়সসীমা- ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ২৪ থেকে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হলো ২৩,১৭০।

৪। পদের নাম- হাউস ফাদার।
শূন্যপদের সংখ্যা- ২ টি। এক্ষেত্রে একটি ST ও অপরটি জেনারেলের জন্য সংরক্ষিত ও আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা ও তিনবছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- ২১ থেকে ৪০ বছর।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন ১৪,৫৬৪ টাকা।

[quads id=16]

আরও পড়ুনঃ WBPSC এর মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কোন যোগ্যতায় আবেদন?

৫। পদের নাম- হেল্পার কাম নাইট ওয়াচম্যান।
শূন্যপদের সংখ্যা- শূন্য পদের সংখ্যা ১। এক্ষেত্রে একটি পদ জেনারেলের জন্য সংরক্ষিত ও আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য মাধ্যমিক পাশ যোগ্যতা অথবা অষ্টম শ্রেণি পাশ যোগ্যতা থাকলেই হবে। এছাড়াও এই ফিল্ডে যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা- ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হলো ১২,০০০ টাকা।

নিয়োগ পদ্ধতি- প্রত্যেকটি পদের জন্য ১০০ নাম্বারের পরীক্ষা হবে, যার মধ্যে ৮০ নম্বর থাকবে লিখিত পরীক্ষায়। অফিস ইনচার্জ, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার ও কাউন্সিলরের জন্য কম্পিউটার পরীক্ষা ও ভাইবাতে ১০ নম্বর করে থাকবে। হাউস ফাদার ও হেল্পার কাম নাইট ওয়াচ ম্যানের ক্ষেত্রে ভাইবাতে ২০ নং থাকবে।

আবেদন পদ্ধতি- www.bankura.gov.in ওয়েবসাইটে গেলে‌ই ফর্মটি পেয়ে যাবেন, এরপর যাবতীয় তথ্য সমেত আবেদন পত্রটি জমা দিতে হবে ইমেইল আইডির মধ্য দিয়ে। ইমেইল আইডিটি হলো- depubankura@gmail.com , আবেদন চলবে ২৪ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত।

[quads id=16]

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ