স্কুলে শিক্ষক শিক্ষিকার চাকরি করা যাদের স্বপ্ন, তাদের জন্য সুখবর। খুব শীঘ্রই বাঁকুড়ার একটি প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষক-শিক্ষিকার পদে নিয়োগ করা হবে। তবে শিক্ষক-শিক্ষিকার পদের পাশাপাশি অন্যান্য পদেও নিয়োগ করা হবে। বাঁকুড়ার ইন্দ্রপুর গভর্মেন্ট মডেল স্কুল ইংলিশ মিডিয়ামে গেস্ট টিচার, গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা ইত্যাদি জানতে প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।
যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি হলো-
- গেস্ট টিচার
- গ্রুপ- সি
- গ্রুপ- ডি
শূন্যপদের সংখ্যা- বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিদ্যা, জীববিদ্যা, ইতিহাস ও জিওগ্রাফি প্রতিটি বিষয়েরই ১টি করে শূন্য পদ রয়েছে। গ্রুপ- সি পদের ক্ষেত্রে ১টি শূন্যপদ ও গ্রুপ- ডির ২টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- নির্দিষ্ট জেলা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের গেস্ট টিচার পদে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে এবং গ্রুপ সি, গ্রুপ ডি পদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরকেই নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারী শিক্ষককে শারীরিক ভাবে সক্ষম ও মানসিকভাবে সুস্থ হতে হবে, যাতে তারা সুষ্ঠুভাবে সমস্ত দায়িত্বকর্তব্য পালন করতে পারেন। শিক্ষককে সপ্তাহের ছয় দিনে পূর্ণ সময়ের জন্য নিয়োজিত থাকতে হবে ও সমস্তধরনের ইনভিজিলেশন পরীক্ষা পত্র বিবেচনা ও অন্যান্য কাজকর্ম দেখাশোনা করতে হবে। এক্ষেত্রে উল্লেখযোগ্য, যে সমস্ত শিক্ষক -শিক্ষিকারা কোনও ভলেন্টারি অবসর হয়েছেন বা কোনও অসুস্থতার কারণে বা কোনও শাস্তিযোগ্য কারণে অবসর নিতে বাধ্য হয়েছেন, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামীণ ব্যাংকে ক্লার্ক নিয়োগ, কোন যোগ্যতায় আবেদন?
বয়সসীমা- ইচ্ছুক অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও কর্মীরা যাদের বয়স ১/১/২০২৫ অনুযায়ী ৬০ বছরের উর্ধ্বে ও ৬৫ বছরের নিম্নে, তারা এইসকল পদের জন্য আবেদন করতে পারবেন।
বেতন- পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের মেমো নাম্বার 52-ES/O/PM ও PI/BRGF (OPER)/NSB-1/2014 dated 27.11.2015, G.O. No. 11-SE(S)/3S-28/2009 dated 03.01.2012, G.O.No.744/1(3)-SC-/S dt 16.04.2014 G.O.No.749/1(3)-SC-/S dt 16.04.2014 অনুযায়ী বেতন হবে।
পরীক্ষা পদ্ধতি- এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা নেই। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি- আবেদনকারীকে ২১/০২/২৫ তারিখে সকাল ১১টার মধ্যে সাব ডিভিশনাল অফিসে বা এসডিও অফিসে উপস্থিত হতে হবে। ওই দিন একটি আবেদন পত্র অরিজিনাল পিপিও সমস্ত টেস্টি মনিয়ালস তার পূর্ববর্তী অ্যাপোয়েন্টমেন্টের অ্যাপ্রুভাল কপি এবং অন্যান্য প্রাসঙ্গিক সমস্ত নথিপত্র এবং দু কপি করে ফটোকপি ও সমস্ত নথিপত্রের জেরক্স নিয়ে উপস্থিত হতে হবে।
আরও পড়ুনঃ পোস্ট অফিসে ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন শুরু হল
বিশেষ দ্রষ্টব্য- এই নিয়োগটি হবে আগামী ছয় মাসের জন্য, এটি চুক্তিভিত্তিক কাজ অর্থাৎ যতদিন না কোনও স্থায়ী শিক্ষক- শিক্ষিকা ওই বিদ্যালয়ে যোগদান করছেন ততদিন এই কাজটি করতে পারবেন নিয়োগ প্রাপ্ত কর্মীরা। এই আবেদন এর পরিপ্রেক্ষিতে নিয়োগ প্রতি ছয় মাস অন্তর পুনরায় রিনিউ করা হবে। তবে ইন্টারভিউয়ের জন্য কোনওরকম ট্র্যাভেলিং এলাউন্স বা ডি.এ দেওয়া হবে না।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.
আরও পড়ুনঃ রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষার বেস্ট বই, এই বইগুলো পড়লে পরীক্ষায় বাজিমাত