চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

বিডিও অফিসে কর্মী নিয়োগ চলছে, আবেদনপত্র ডাউনলোড করুন

রাজ্যে বিডিও অফিসে ১০০ দিনের কাজ দেখাশোনার জন্য গ্রূপ-সি কর্মী নিয়োগ। এই পদে চাকরি হলে প্রতি মাসে বেতন পাবেন ১২ হাজার টাকা। নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।

পদের নাম- গ্ৰাম রোজগার সহায়ক।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান (ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয় থাকা বাধ্যতামূলক) বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এর সঙ্গে ৬ মাসের কম্পিউটার ট্রেনিংয়ের যোগ্যতা থাকা আবশ্যক।
বয়স- প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ১২০০০/- বেতন দেওয়া হবে।

চাকরির খবরঃ রাজ্যে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ

[quads id=10]

আবেদন পদ্ধতি- প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের নিম্নে দেওয়া ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংশোধন করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রটি যে মুখবন্ধ খামের মধ্যে ভরে পাঠাবেন সেই খামের ওপরে লিখতে হবে- “APPLICATION FOR The POST Of GRAMIN ROJGAR SAHAYAK Under MGNREGA HATAGRAM Gram PANCHAYAT”
আবেদনের শেষ তারিখ- ১৮ এপ্রিল, ২০২২।

নিয়োগ পদ্ধতি- যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবে তাদের নিয়োগ করা হবে ডকুমেন্টস ভেরিফিকেশন করে। অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করে শেষে মেধা তালিকা তৈরি করা হবে। সেই মেধা তালিকায় নাম আসলে তাদের পরবর্তী প্রক্রিয় ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
নিয়োগের স্থান- বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লক এলাকায় নিয়োগ করা হবে। আবেদনকারীদের সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।

[quads id=10]

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ চলছে

Application form: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ