চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের খাদ্য দপ্তরে গ্রূপ-সি কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১৭ জানুয়ারি

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বাঁকুড়ার অতিরিক্ত জেলা শাসকের তরফে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রার্থীদের আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জয়পুরের খাদ্য ও পরিবহন দফতরে দুয়ারে রেশন, রেশন কার্ড ইত্যাদি কাজের জন্য খাদ্য ও পরিবহন অফিসে কাজের ক্ষেত্রে নিয়োগ করা হবে।

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর।
মোট শূন্যপদ- ১ টি
বয়সসীমা- প্রার্থীর বয়স ১.১.২০২১ এর মধ্যে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে উল্লেখ রয়েছে ০২/০১/১৯৮১ -এর পূর্বে জন্মগ্রহণকারীরা অ্যাপ্লাই করা যাবেনা।
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক পাশ সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট।
বেতনক্রম- প্রতি মাসে ১৩,০০০ টাকা বেতন ধার্য করা হয়েছে।

আরও পড়ুনঃ
মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ
ANM & GNM নার্সিং ফর্ম ফিলাপ চলছে
কলকাতা সাইন্স সিটিতে গ্রূপ-সি নিয়োগ

[quads id=10]

আবেদনের পদ্ধতি- ডাকযোগে আবেদন পত্র মুখবন্ধ খামে ভরে উল্লিখিত নথি সমেত “দ্যি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, জয়পুর, বাঁকুড়া” এই ঠিকানায় পাঠাতে হবে। পদটি সম্পূর্ণভাবে চুক্তি ভিত্তিক এবং প্রার্থীকে বাঁকুড়ার বাসিন্দা হতে হবে।
নির্বাচন পদ্ধতি- প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদনের তারিখ- ১৭ জানুয়ারি, ২০২২ বিকেল ৫ টার মধ্যে আবেদনপত্র পাঠানো যাবে।

প্রয়োজনীয় নথি-
১) সেল্ফ অ্যাটেস্টেড কপি আধার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ EPIC
২) সেল্ফ অ্যাটেস্টেড কপি মাধ্যমিক অ্যাডমিট কার্ড/ বার্থ সার্টিফিকেট
৩) সেল্ফ অ্যাটেস্টেড কপি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটের।

[quads id=10]

Official Notice: Download Now
Daily Job Update: Click Here
Follow us: Click Here

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ