চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

৫০০ শূন্যপদে সুপারভাইজার নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

গোটা দেশ জুড়ে চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। কেন্দ্রীয় সরকারের দপ্তরে ৫০০ শূন্যপদে সুপারভাইজার নিয়োগ চলছে। ভারত সরকার অনুমোদিত ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। ৬ মাসের চুক্তির ভিত্তিতে সমস্ত পদে প্রার্থী নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। BECIL Latest Recruitment Notification 2022.

পদের নাম- ইনভেস্টিগেটর
শূন্যপদ- মোট ৩৫০ টি।
বেতন- প্রতি মাসে ২৪,০০০ টাকা।

চাকরির খবরঃ রাজ্যের পৌরসভায় গ্রূপ-সি কর্মী নিয়োগ

[quads id=10]

পদের নাম- সুপারভাইজার।
শূন্যপদ- মোট ১৫০ টি।
বেতন- প্রতি মাসে ৩০,০০০ টাকা।

চাকরির খবরঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ নিয়োগ

বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক এবং কম্পিউটারের যথেষ্ট দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট এলাকার ভাষা সম্বন্ধে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ করে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারবেন। অন্য কোনো ভাবে কোনো আবেদনপত্র গ্রাহ্য করা হবে না।
আবেদনপত্র পাঠানোর ইমেল আইডি- projecthr@becil.com

চাকরির খবরঃ জেলা আদালতে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ

আবেদন ফি- জেনারেল, OBC, ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৩৫০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদন করার শেষ তারিখ- ২৫/০১/২০২২

[quads id=10]

Official Notice: Download Now
Official Website: Click Here
Latest Job Update: Click Here

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ