বেঙ্গল কেমিক্যালস এন্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভারত সরকারের ঐতিহ্যবাহী একটি সংস্থা। বর্তমানে এই সংস্থা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
Employment No.- PER/0106/2023-2024/1
পদের নাম- Company Secretary
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ সহ The Institute of Company Secretaries of India থেকে Company Secretary কোর্স করা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা- আগ্রহী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য বয়সের ছাড় উপলব্ধ আছে।
মাসিক বেতন- ৫০,০০০ টাকা + Applicable IDA
চাকরির খবরঃ ১ হাজার শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- আবেদনে আগ্রহী প্রার্থীরা সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য সংস্থার প্রদত্ত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে তার সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকত্বের পরিচয়পত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ কাগজ গুলির সংযুক্ত করে সংস্থার নির্দিষ্ট দপ্তরে জমা করতে হবে। অফিসিয়াল আবেদনপত্রটি এই প্রতিবেদনের নিচেই পেয়ে যাবেন চাকরিপ্রার্থীরা।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Asst. General Manager (HR & Admin)- I/C, Bengal Chemicals & Pharmaceuticals Ltd. (A Govt. Of India Enterprise), 6, Ganesh Chunder Avenue, Kolkata- 700013
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কর্মী নিয়োগ
আবেদনের শেষ তারিখ- ১৫ জুলাই, ২০২৩।
বিঃদ্রঃ- আবেদনপত্রের খামের ওপর “Employment Notification No. PER/0106/2023-2024/1” এবং “Applied for Engagement of Company Secretary for Kolkata” লেখা দুটি উল্লেখ থাকা আবশ্যক।
Official Notification: Download Now
Official Application Form: Download Now
Official Website: Click Here