এক নজরে
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে। আজকের প্রতিবেদনে 14 আগস্ট, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। Exam Bangla -র মাসিক প্রতিবেদন থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড করে নিতে পারেন।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (14/08/2024)
Exam Bangla is publishing daily Bangla Current Affairs 2024 for all government and private sector job aspirants of West Bengal. These current affairs are very important for various competitive job exams. Various job exams have questions from recent events. Job seekers can read these current affairs and note down these current affairs if necessary.
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স
1. এবারের বিশ্ব অঙ্গদান দিবসের থিম ছিল — Be the Reason for Someone’s Smile Today
2. সম্প্রতি ৫৬ বছর বয়সে প্রয়াত হলেন Youtube -এর প্রাক্তন CEO — Susan Wojcicki
3. রুয়ান্ডার প্রেসিডেন্ট হিসেবে চতুর্থ বারের জন্য শপথ গ্রহণ করলেন — Paul Kagame
4. সম্প্রতি বাংলাদেশের প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছেন — ওবায়দুল হাসান
5. Dr. M. S. Swaminathan Award 2024 সম্মানে ভূষিত হলেন — ড. অনন্ত দর্শন শঙ্কর
6. রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ন সিং -এর দ্বারা সদ্য প্রকাশিত বইয়ের শিরোনাম হল — 75 Great Revolutionaries of India
7. সম্প্রতি ৯৫ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন বিদেশ মন্ত্রী — নটোবর সিং
8. ৭৭তম Locarno Flim Festival -এ লাইফটাইম অ্যাওয়ার্ড সম্মান পেলেন — অভিনেতা শাহরুখ খান
9. NHPC -এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্ব গ্রহণ করলেন — রাজকুমার চৌধুরী
10. আজ ১৪ই আগস্ট দিনটি ভারতে পালন করা হয় — বিভাজন বিভীষিকা দিবস হিসেবে