বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (18 সেপ্টেম্বর, 2024) | Daily Current Affairs in Bengali PDF Download
পশ্চিমবঙ্গের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের জন্য Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রকাশ করছে। প্রতিদিনের সাম্প্রতিক গুরুত্ত্বপূর্ণ ঘটনা, নিয়োগ, বিশেষ দিন সংক্রান্ত সমস্ত গুরুত্ত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
এক নজরে
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে। আজকের প্রতিবেদনে 18 সেপ্টেম্বর, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। Exam Bangla -র মাসিক প্রতিবেদন থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড করে নিতে পারেন।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (18/09/2024)
Exam Bangla is publishing daily Bangla Current Affairs 2024 for all government and private sector job aspirants of West Bengal. These current affairs are very important for various competitive job exams. Various job exams have questions from recent events. Job seekers can read these current affairs and note down these current affairs if necessary.
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স
1. জম্মু-কাশ্মীরের আগামী এসেম্বলি নির্বাচনের জন্য — ‘Vote Ka Tyohar’ থিম সং লঞ্চ করা হল।
2. UAE -এর বিভিন্ন ফিল্ড অফ এক্সেলেন্স-এ যে সব মহিলাদের অবদান রয়েছে তাদের — Indian Women Dubai Award 2024 -এ বিশেষভাবে সম্মানিত করা হল।
3. প্রথম পাকিস্তানি মহিলা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার হিসেবে মনোনীত হলেন — Saleema Imtiaz।
4. South Indian International Movie Awards (SIIMA) 2024 -এ শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেলেন — ঐশ্বর্য রায় বচ্চন।
আরও পড়ুনঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
5. মহারাষ্ট্রের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গুলিতে ‘Samvidhan Mandir’-এর উদ্বোধন করলেন — উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
6. গুজরাটে ভারতের প্রথম ‘Namo Bharat Rapid Rail’ -এর উদ্বোধন করলেন — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
7. আগস্ট 2024 ICC Men’s Player of the Month Award জিতলেন শ্রীলঙ্কার ক্রিকেটার — Dunith Wellalage।
8. আগস্ট 2024 ICC Women’s Player of the Month Award জিতলেন শ্রীলঙ্কার — Harshitha Madavi।