এক নজরে
Railway NTPC UG Practice Set: ভারতীয় রেলওয়ের তরফ থেকে NTPC পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। যেকোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রথমে সিলেবাস জানতে হয়, তারপরে ওই পরীক্ষার বিগত বছরের প্রশ্ন বা Previous Year Question (PYQ) নিয়ে রিসার্চ করতে হয়। তবেই বোঝা যায় পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের জন্য Railway NTPC UNDER GRADUATE PYQ PDF (Bengali Version) সেট এই ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে।
Railway NTPC UG Practice Set in Bengali
আজকের এই পোস্টে Railway NTPC UG পরীক্ষার ১৫ টি প্রশ্ন পাবলিশ করা হলো। Download Railway NTPC PYQ PDF in Bengali. আপনারা খুব সহজেই এই প্রশ্নোত্তর গুলির পিডিএফ ডাউনলোড করতে পারবেন। রেলওয়ের যেকোনো পরীক্ষার প্রস্তুতিতে বিগত বছরের প্রশ্ন খুবই গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ রেলওয়ের পরীক্ষায় প্রচুর প্রশ্ন রিপিট হয়।
NTPC Previous Year Question Paper PDF Download in Bengali
Railway NTPC UG পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে এই Railway NTPC UG Practice Set গুলি তৈরী করা হয়েছে। বিশেষত যে সমস্ত পরীক্ষার্থীরা বাংলা ভাষায় পরীক্ষা দেবেন তাদের জন্য এই সেটগুলি খুবই কার্যকরী হবে। প্রতিদিনের Railway NTPC UG Practice Set এ 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের Previous Year Question সেটেও 15 টি প্রশ্ন রয়েছে।
Railway NTPC Syllabus 2024: Click Here
Railway NTPC UG Practice Set (Set- 3):
✅ ১. ২০২৫ সালে কোন দেশ প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত সংসদীয় ভাষণ ব্যবহার করেছে?
ক) যুক্তরাজ্য
খ) জার্মানি
গ) সুইডেন
ঘ) জাপান
✅ উত্তর: ঘ) জাপান
ব্যাখ্যা: ২০২৫ সালে জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সংসদে একটি ভাষণ উপস্থাপন করা হয়, যা বিশ্বে প্রথম। এটি AI এবং রাজনীতির সংযুক্তির একটি যুগান্তকারী পদক্ষেপ।
✅ ২. সম্প্রতি কনরাড ব্লু হাউজ প্রাইজ ২০২৫ কে জিতেছেন?
ক) মালালা ইউসুফজাই
খ) গ্রেটা থানবার্গ
গ) নিয়াল ফার্গুসন
ঘ) ইউলিয়া নাভালনায়া
✅ উত্তর: ঘ) ইউলিয়া নাভালনায়া
ব্যাখ্যা: রাশিয়ার বিরোধী নেতা নাভালনির মৃত্যুর পর তার স্ত্রী ইউলিয়া মানবাধিকার এবং গণতন্ত্র রক্ষার জন্য পুরস্কৃত হন।
✅ ৩. “ইন্ডিয়া-ফ্রান্স মহাকাশ সম্মেলন ২০২৫” কোথায় অনুষ্ঠিত হয়?
ক) প্যারিস
খ) দিল্লি
গ) বেঙ্গালুরু
ঘ) পুনে
✅ উত্তর: গ) বেঙ্গালুরু
ব্যাখ্যা: মহাকাশ প্রযুক্তিতে যৌথ অংশীদারিত্ব বৃদ্ধির উদ্দেশ্যে ২০২৫ সালে ইসরো এবং CNES এর যৌথ উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
✅ ৪. সম্প্রতি কোন ভারতীয় রাজ্য ‘উড়ন্ত অ্যাম্বুলেন্স পরিষেবা’ চালু করেছে?
ক) গুজরাট
খ) মধ্যপ্রদেশ
গ) কর্ণাটক
ঘ) উত্তরপ্রদেশ
✅ উত্তর: ক) গুজরাট
ব্যাখ্যা: গুজরাট সরকার ২০২৫ সালের শুরুর দিকে এই আধুনিক পরিষেবা চালু করে, যা দুর্গম অঞ্চলে রোগীদের দ্রুত চিকিৎসা পৌঁছে দিতে সাহায্য করে।
✅ ৫. বিশ্ব ব্যাংক ২০২৫ সালে ভারতের কোন প্রকল্পে ১ বিলিয়ন ডলার অনুদান দিয়েছে?
ক) জল জীবন মিশন
খ) গ্রিন হাইড্রোজেন প্রকল্প
গ) গতি শক্তি প্রকল্প
ঘ) আমৃত জল সঞ্চয় প্রকল্প
✅ উত্তর: খ) গ্রিন হাইড্রোজেন প্রকল্প
ব্যাখ্যা: পরিবেশ বান্ধব জ্বালানি উন্নয়নের লক্ষ্যে ভারতকে বিশ্ব ব্যাংক ১ বিলিয়ন ডলার অনুদান দেয়, যা ভবিষ্যতের শক্তির দিক পরিবর্তন করবে।
RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇
✅ ৬. সম্প্রতি ‘লুনার টাইমস্ট্যাম্প’ চালু করে কোন সংস্থা?
ক) ইসরো
খ) নাসা
গ) CNSA (চীন)
ঘ) ESA (ইউরোপীয় সংস্থা)
✅ উত্তর: খ) নাসা
ব্যাখ্যা: চাঁদের সময় গণনার জন্য এক নতুন ইউনিভার্সাল টাইম ফ্রেম ‘লুনার টাইমস্ট্যাম্প’ তৈরি করে নাসা।
✅ ৭. ২০২৫ সালে ‘G-20 স্পেশাল সামিট’ কে হোস্ট করছে?
ক) ব্রাজিল
খ) দক্ষিণ আফ্রিকা
গ) সৌদি আরব
ঘ) অস্ট্রেলিয়া
✅ উত্তর: ক) ব্রাজিল
ব্যাখ্যা: ২০২৫ সালের জি-২০ সম্মেলন ব্রাজিল আয়োজিত করবে এবং এটি দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত দ্বিতীয় জি-২০ সামিট।
✅ ৮. ২০২৫ সালের অস্কারে সেরা বৈদেশিক চলচ্চিত্রের জন্য ভারতের প্রবেশ কোন সিনেমা?
ক) ১২তম ফেইল
খ) দ্য ভ্যানিশিং টাইগার
গ) লাইফ ইন রেইন
ঘ) গান্ধী এগেইন
✅ উত্তর: ঘ) গান্ধী এগেইন
ব্যাখ্যা: এই সিনেমাটি মহাত্মা গান্ধীর মতবাদের প্রাসঙ্গিকতা তুলে ধরে এবং আন্তর্জাতিক স্তরে প্রশংসা কুড়ায়।
✅ ৯. সম্প্রতি ‘অ্যাক্টিভ নিউট্রন স্টার’ পর্যবেক্ষণ করেছে কোন টেলিস্কোপ?
ক) জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ
খ) স্কয়ার কিলোমিটার অ্যারে
গ) অ্যাথেনা
ঘ) FAST (চীন)
✅ উত্তর: ঘ) FAST (চীন)
ব্যাখ্যা: পৃথিবীর সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ, FAST, এই নতুন নিউট্রন স্টার আবিষ্কার করে যার চৌম্বক ক্ষেত্র অত্যন্ত উচ্চমাত্রার।
✅ ১০. সম্প্রতি ‘গ্লোবাল ট্রাস্ট ইন গভর্নমেন্ট ইনডেক্স ২০২৫’ -এ ভারতের স্থান কততম?
ক) ৭ম
খ) ৩য়
গ) ৫ম
ঘ) ৯ম
✅ উত্তর: গ) ৫ম
ব্যাখ্যা: জনমত জরিপ অনুযায়ী, ভারত সরকারে নাগরিকদের আস্থা বেড়েছে, ফলে ভারত পঞ্চম স্থানে উঠে এসেছে।
✅ ১১. কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি ‘UNICEF গ্লোবাল অ্যাম্বাসেডর’ নিযুক্ত হয়েছেন?
ক) স্মৃতি মান্ধানা
খ) বিরাট কোহলি
গ) হার্দিক পান্ডিয়া
ঘ) শুভমান গিল
✅ উত্তর: খ) বিরাট কোহলি
ব্যাখ্যা: শিশু অধিকার ও পুষ্টি বিষয়ে সচেতনতা ছড়ানোর জন্য UNICEF বিরাট কোহলিকে ২০২৫ সালে অ্যাম্বাসেডর নিযুক্ত করে।
✅ ১২. ইসরো’র ‘অগ্নিবাণ-১’ মিশনের উদ্দেশ্য কী ছিল?
ক) জলবায়ু পর্যবেক্ষণ
খ) সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ
গ) গ্রিন হাইড্রোজেন পরীক্ষা
ঘ) মহাকাশে ইন্টারনেট পরীক্ষা
✅ উত্তর: ঘ) মহাকাশে ইন্টারনেট পরীক্ষা
ব্যাখ্যা: ইসরো মহাকাশে ব্রডব্যান্ড সংযোগ স্থাপন করে নতুন দিগন্ত উন্মোচন করতে এই পরীক্ষামূলক মিশন শুরু করে।
✅ ১৩. সম্প্রতি কোন ভারতীয় বিশ্ববিদ্যালয় QS র্যাঙ্কিং-এ প্রথমবার টপ 100-এ প্রবেশ করেছে?
ক) আইআইটি দিল্লি
খ) আইআইটি বোম্বে
গ) আইআইএসসি ব্যাঙ্গালোর
ঘ) জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়
✅ উত্তর: খ) আইআইটি বোম্বে
ব্যাখ্যা: প্রথমবারের মতো আইআইটি বোম্বে গ্লোবাল QS র্যাঙ্কিং-এ শীর্ষ ১০০-তে প্রবেশ করে, যা শিক্ষার মান উন্নয়নের প্রতিফলন।
RRB NTPC Previous Year Question in Bengali
✅ ১৪. ভারতীয় সেনাবাহিনীর ২০২৫ সালের নতুন চিফ কে?
ক) লেফটেন্যান্ট জেনারেল অনিরুদ্ধ রাও
খ) জেনারেল আরপি কালসি
গ) জেনারেল মণীশ তিওয়ারি
ঘ) জেনারেল অজয় মালহোত্রা
✅ উত্তর: ক) লেফটেন্যান্ট জেনারেল অনিরুদ্ধ রাও
ব্যাখ্যা: অভিজ্ঞ ও কৌশলী এই অফিসারকে সেনার আধুনিকীকরণ ও সীমান্ত নিরাপত্তা কৌশলে নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত করা হয়।
✅ ১৫. কোন ভারতীয় সংস্থা সম্প্রতি ‘স্কাই হাইপারলুপ’ প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে?
ক) DRDO
খ) HAL
গ) BHEL
ঘ) টাটা অ্যাডভান্সড সিস্টেমস
✅ উত্তর: ঘ) টাটা অ্যাডভান্সড সিস্টেমস
ব্যাখ্যা: হাইপার-স্পিড পরিবহনের ভবিষ্যৎ হিসাবে ‘স্কাই হাইপারলুপ’ প্রযুক্তির পরীক্ষায় নেতৃত্ব দেয় টাটা সংস্থা।
Railway NTPC Question Sets | |
---|---|
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১ | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2 | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1 | Click Here |