Food SI Preparation

Food SI Best Book | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা পাশ করতে কোন বই পড়বেন? জেনে নিন এক্ষুনি

আপনি যদি পশ্চিমবঙ্গের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে জেনে নিন প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে কোন বই পড়তে হবে।

Advertisement

Food SI Best Book: আপনি কি ফুড সাব ইন্সপেক্টর পদে আবেদন করেছেন? আপনারও কি স্বপ্ন ফুড সাব ইন্সপেক্টর হওয়া? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় সফল হতে হলে আজ থেকেই নিতে হবে সঠিক প্রস্তুতি। আর এই প্রস্তুতি সঠিকভাবে নিতে হলে চাই দুর্দান্ত একটি গাইড বুক। এইরকমই একটি বই তুলে ধরব আপনাদের কাছে আজকের এই প্রতিবেদনে। কেন এই বইটি কিনবেন? বা এই বইটির কী বিশেষত্ব রয়েছে তা বিস্তারিত আলোচনা করা হলো।

Food SI Best Book 2023

ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতির জন্য বাজারে বিভিন্ন বই রয়েছে। কিন্তু তাদের মধ্যে সেরা বই খুঁজে বের করা খুবই কষ্টকর। তবে Exam Bangla প্রকাশিতWBPSC Food SI Guidance Guru বইটি খুবই গুরুত্বপূর্ণ। বাজার চলতি অন্যান্য বইগুলোর তুলনায় এই বইটির গুণগত মান অনেকটাই বেশি। বইটির সম্পাদনা করেছেন Koushik Roy (CDPO, WBCS)

Food SI WhatsApp Group: Join Now

Food SI Guidance Guru

কেন এই বইটি পড়বেন?

কোন একটি বই সংগ্রহের পেছনে বইটির কি কি বিশেষত্ব রয়েছে, একজন চাকরিপ্রার্থী হিসেবে তা আপনার জানা একান্ত প্রয়োজন।

১) এই বইটি Food SI পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ করে তৈরি করা হয়েছে।
২) বইটিতে প্রতিটি বিষয়ে বিগত বছরের প্রশ্নোত্তর অনুসরণ করা হয়েছে।
৩) বিগত বছরের প্রশ্নোত্তর ও গণিতের সমাধান করা রয়েছে।
৪) বিগত বছরের প্রশ্নপত্রের অ্যানালাইসিস করা রয়েছে, অর্থাৎ বিগত বছরের কোন কোন বিষয় থেকে কতগুলি প্রশ্ন এসেছে তা আলোচনা করার রয়েছে।
৫) বইটিতে প্রতিটি বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ টপিক গুলি যেন খুব সহজে মনে থাকে তাই চার্ট ও টেবিলের মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে।
৬) বইটিতে রয়েছে ফ্রী ৫ টি প্র্যাকটিস সেট। প্রতিটি সেটের সমাধান করে দেওয়া রয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস অনুযায়ী এই বইটি তৈরী। ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস নীচে দেওয়া হয়েছে। এই সিলেবাস অননুসরণ করে বইটি তৈরী করা হয়েছে। বইটি সংগ্রহ করতে চাইলে নীচের লিংকে ক্লিক করে অর্ডার করতে পারেন। পাশাপাশি Exam Bangla Publication -এর WhatsApp নম্বরে অর্ডার করতে পারেন। WhatsApp No.- (+91) 8001650019

Food SI Free Practice Set Question 

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস

General knowledge and awareness (50 marks)

  • ভারতের ইতিহাস
  • ভারতের ভূগোল
  • ভারতের রাজনীতি ও শাসন ব্যবস্থা
  • ভারতের অর্থনীতি
  • খেলাধুলা
  • কারেন্ট অ্যাফেয়ার্স 2023
  • বাস্তুতন্ত্র ও পরিবেশ বিদ্যা
  • আর্ট এন্ড কালচার

Food SI Syllabus Download: Click Here

Mathematics Madhyamik Standard (50 marks)

  • ল.সা.গু ও গ.সা.গু
  • গড়
  • শতকরা
  • নৌকা ও স্রোত
  • ক্যালেন্ডার
  • নল ও চৌবাচ্চা
  • ঘড়ি
  • সরল সুদ
  • চক্রবৃদ্ধি সুদ
  • অংশীদারি কারবার
  • সময় ও কার্য
  • সময় ও দূরত্ব
  • অনুপাত সমানুপাত
  • লাভ ও ক্ষতি
  • সরলীকরণ
  • মিশ্রণ
  • পরিমিতি
  • ত্রিকোণমিতি

Exam Bangla Buy Link: Click Here
Amazon Buy Link: Click Here
Flipkart Buy Link: Click Here

join Telegram

Related Articles