চাকরির খবর

রাজ্যের আদালতে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ, মাধ্যমিক/ এইট পাশে আবেদন

Share

রাজ্যের জেলা আদালতে গ্রূপ-সি ও গ্রূপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক, এইট পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় পুরুষ- মহিলা উভয় আবেদনযোগ্য। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক।
মোট শূন্যপদ- ২৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে সাথে কম্পিউটারে ভালো দক্ষ হতে হবে। তাহলেই প্রার্থীরা আবেদনযোগ্য।
বেতন কাঠামো- ২২,৭০০-৫৮,৫০০।

পদের নাম- প্রসেস সার্ভার।
মোট শূন্যপদ- ৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীদের অবশ্যই অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। সাথে কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে। তবেই প্রার্থীরা এক্ষেত্রে অগ্ৰাধীকার পাবে।

পদের নাম- পিওন/ নাইট গার্ড।
মোট শূন্যপদ- ৪৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন যোগ্য।
বেতন কাঠামো- ১৭০০০-৪৩,৬০০।

পদের নাম- ইংলিশ স্টেনোগ্ৰাফার।
মোট শূন্যপদ- ৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। সাথে কম্পিউটারে মিনিটে ৮০ শব্দ তোলার ক্ষমতা থাকতে হবে। তাছাড়াও প্রার্থীদের কম্পিউটার বিষয়ে ভালো দক্ষতা থাকতে হবে। তবেই প্রার্থীরা আবেদনযোগ্য।
বেতন কাঠামো- এক্ষেত্রে প্রার্থীদের ৩২,১০০- ৮২,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

পদের নাম- বেঙ্গলি স্টেনোগ্ৰাফার।
মোট শূন্যপদ- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক পাশ হতে হবে। তাছাড়াও প্রার্থীদের ইংরেজি থেকে বাংলা ভাষা পরিবর্তন করতে জানতে হবে। তাছাড়াও প্রার্থীদের কম্পিউটার বিষয়ে ভালো দক্ষতা থাকতে হবে। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।
বেতন কাঠামো- এক্ষেত্রে প্রার্থীদের ২৮,৯০০-৭৪,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়স- উপরোক্ত পদগুলির ক্ষেত্রে কেবলমাত্র বেঙ্গলি স্টেনোগ্রাফার এবং ইংলিশ স্টেনোগ্রাফার ক্ষেত্রে ১/১/২০২২ অনুযায়ী ১৮-৩৯ বছর এবং অন্যান্য পদগুলির ক্ষেত্রে ১/১/২০২২ অনুযায়ী ১৮-৪০ বছরের মধ্যে প্রার্থীদের বয়স হিসাব করা হবে।

নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা মাধ্যমে নিয়োগ করা হবে। যে সমস্ত বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সেগুলি হল।

ইংলিশ স্টেনোগ্ৰাফার-

  • General English- 90 marks
  • Typing Test- 80 Marks.

বাংলা স্টেনোগ্ৰাফার-

  • Paper l- 100 marks. Multiple Choice MCQ question, General Knowledge Basic Math.
  • Paper ll- 40 Marks Conventional type Questions, Grammar Accuracy, English Bengali written Skill.
  • Personality test- 20 marks.

লোয়ার ডিভিশন ক্লার্ক-

  • Paper l- 100 marks. Multiple Choice MCQ question, General Knowledge Basic Math.
  • Paper ll- 40 marks. Conventional type Questions, Grammar Accuracy, English Bengali written Skill.
  • Personality test- 20 marks.

প্রসেস সার্ভারের বিষয়- প্রার্থীদের কেবলমাত্র ১০ নাম্বারের ইন্টারভিউ এর মাধ্যমে‌ নিয়োগ করা হবে।

পিওন/ নাইট গার্ড-

  • Paper l- 90 marks. Multiple Choice MCQ question, General Knowledge Basic Math.
  • Personality test- 20 marks.

নিয়োগের স্থান- বীরভূম জেলা আদালতে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি- প্রার্থীরা আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। বীরভূম জেলা আদালতের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে। ওয়েবসাইট টি হলো drcbirbhum2022.in

আবেদন ফি-

  • ইংলিশ স্টেনোগ্ৰাফার- UR/ OBC- 800, SC/ST- 600, PWD- 480 টাকা।
  • বাংলা স্টেনোগ্ৰাফার- UR/ OBC- 700 টাকা, SC/ST- 500, টাকা, PWD- 420. টাকা।
  • লোয়ার ডিভিশন ক্লার্ক- UR/ OBC- 600 টাকা, SC/ ST- 400 টাকা, PWD- 360 টাকা।
  • প্রসেস সার্ভার- UR/ OBC- 500 টাকা, SC/ ST- 300 টাকা, PWD- 360 টাকা।
  • পিওন/ নাইট গার্ড- UR/ OBC- 400 টাকা, SC/ ST- 200 টাকা, PWD- 300 টাকা।

আবেদনের শেষ তারিখ- অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১২ মে, ২০২২ তারিখ পর্যন্ত।

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

সর্ব শেষ প্রকাশিত

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১৩

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

8 hours ago

কেন্দ্রীয় নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন

ভারত সরকারের অধীনস্থ ভারত আর্থ মুভার্স লিমিটেড সংস্থার পক্ষ থেকে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি…

17 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 20 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

19 hours ago

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২৩

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

2 days ago

DRDO’তে স্টাইপেন্ড সহ প্রশিক্ষণের দারুণ সুযোগ, ৩১ মে তারিখের মধ্যে আবেদন করুন

ফ্রেশার্স চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। ডিফেন্স রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন সংস্থার পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে…

3 days ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 18 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

3 days ago