BOB Recruitment 2025: ব্যাংকের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল ব্যাংক অফ বরোদা! একাধিক যোগ্যতায় চাকরি প্রার্থীরা এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিভিন্ন পদের কর্মী হিসেবে নিযুক্ত হতে পারবেন। ব্যাঙ্ক অফ বরোদার ডিজিটাল ব্যাংকিং, সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি এবং ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের তরফে এই বিপুল সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রতিটি ডিপার্টমেন্টে নিয়োগের যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিতে পারবেন চাকরি প্রার্থীরা। EXAM BANGLA বরাবর আপনাদের সামনে সঠিক নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিতভাবে তুলে ধরেছে। তাই এবারেও এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য ভালোভাবে বুঝে নিয়ে যত তাড়াতাড়ি শীঘ্র আবেদন সেরে ফেলুন।
১) ডিজিটাল ব্যাংকিং পরিষেবা:
ম্যানেজার-ডিজিটাল প্রোডাক্ট-
- গ্রেড- স্কেল ২।
- মোট শূন্যপদ- ৭ টি।
- বয়সসীমা- ন্যূনতম ২৪ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছর।
- শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার/ সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান/ এআইসিটিই কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে বি.ই./বি.টেক ইন কম্পিউটার সাইন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিক এন্ড ইন্সট্রুমেন্টেশন অথবা, এম.সি.এ ডিগ্রী।
- সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা- ব্যাংকিং পরিষেবায় ন্যূনতম তিন বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
সিনিয়র ম্যানেজার-ডিজিটাল প্রোডাক্ট-
- গ্রেড- স্কেল ৩।
- মোট শূন্যপদ- ৬ টি।
- বয়স সীমা- ২৭ বছর থেকে ৩৭ বছর।
- শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার/ সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান/ এআইসিটিই কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে বি.ই./বি.টেক ইন কম্পিউটার সাইন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিক এন্ড ইন্সট্রুমেন্টেশন ডিগ্রি অথবা, এম.সি.এ ডিগ্রী।
- সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা- ব্যাংকিং পরিষেবায় অন্ততপক্ষে ৬ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির খবরঃ ১৫০০০ টাকা বেতনে ইন্ডিয়ান ব্যাংকে কর্মখালি
২) ডিপার্টমেন্ট- সিকিউরিটি:
ফায়ার সেফটি অফিসার-
- গ্রেড- স্কেল ১।
- মোট শূন্য পদ- ১৪ টি।
- বয়স সীমা- ২২ বছর থেকে ৩৫ বছর।
- শিক্ষাগত যোগ্যতা- ন্যাশনাল ফায়ার সার্ভিসেস কলেজ (NFSC) নাগপুর থেকে ফায়ার বিভাগে বি.ই. ডিগ্রি। অথবা, AICTE/ UGC দ্বারা অনুমোদিত কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে অগ্নি প্রযুক্তি/ অগ্নি প্রকৌশল/ নিরাপত্তা এবং অগ্নি প্রকৌশলে চার বছরের পূর্ণকালীন স্নাতক ডিগ্রি (BTech/ BE অথবা সমমানের কোর্স)।
- সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা- পিএসইউ/ পিএসবি/ কেন্দ্রীয় সরকার/ রাজ্য সরকার/ শহর ফায়ার ব্রিগেড/ রাজ্য ফায়ার সার্ভিসেস/ কর্পোরেট/ বৃহৎ শিল্প কমপ্লেক্সে অগ্নি নিরাপত্তা ইনচার্জে ফায়ার অফিসার বা সমমানের পদে কমপক্ষে ১ বছরের সম্মিলিত অভিজ্ঞতা প্রয়োজন। কর্পোরেট/ বৃহৎ শিল্প কমপ্লেক্সে পিএসইউ/ পিএসবি/ কেন্দ্রীয় সরকার/ রাজ্য সরকার/ শহর ফায়ার ব্রিগেড/ রাজ্য ফায়ার সার্ভিসেস/ অগ্নি নিরাপত্তা ইনচার্জে ফায়ার অফিসার বা সমমানের পদে ন্যূনতম ৩ বছরের সম্মিলিত অভিজ্ঞতা।
চাকরির খবরঃ মাসিক ৩৪,০০০ টাকার বেতনে কেন্দ্রীয় মেডিক্যাল সংস্থায় কর্মী নিয়োগ
৩) ইনফরমেশন সিকিউরিটি:
ম্যানেজার-ইনফরমেশন সিকিউরিটি-
- গ্রেড- স্কেল ২।
- মোট শূন্যপদ- ৪ টি।
- বয়স সীমা- ন্যূনতম ২৪ বছর থেকে সর্বোচ্চ ৩৪ বছর।
- শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স ও কমিউনিকেশনে ফুলটাইম বি.ই. / বি. টেক অথবা, ফুলটাইম এমসিএ/ এম এসসি (কম্পিউটার সায়েন্স)/ এমএসসি (আইটি) / সাইবার সিকিউরিটিতে এমএসসি ডিগ্রি।
- বাধ্যতামূলক সার্টিফিকেট- CEH/ CompTIA সিকিউরিটি+/ CCNA।
- সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা- আবেদনকারীর আইটি এবং/ অথবা তথ্য সুরক্ষা ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের সামগ্রিক অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে ১ বছর তথ্য সুরক্ষা ভূমিকায় থাকতে হবে। তথ্য সুরক্ষার অভিজ্ঞতা নিম্নলিখিত এক বা একাধিক ক্ষেত্রে অর্জন করতে হবে: ব্যাংকিং, আর্থিক পরিষেবা এবং বীমা (BFSI) নন-ব্যাংকিং আর্থিক সংস্থা (NBFC) আর্থিক প্রযুক্তি (FinTech) সংস্থাগুলি আইটি বহুজাতিক কর্পোরেশন (MNC)।
সিনিয়র ম্যানেজার-ইনফরমেশন সিকিউরিটি-
- গ্রেড- স্কেল ৩।
- মোট শূন্যপদ- ৪।
- বয়স সীমা- ২৭ বছর থেকে ৩৭ বছর।
- শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সায়েন্স/ তথ্য প্রযুক্তি/ ইলেকট্রনিক্স ও যোগাযোগে পূর্ণকালীন বি.ই / বি.টেক অথবা, পূর্ণকালীন এমসিএ/ এমএসসি (কম্পিউটার বিজ্ঞান)/ এমএসসি (আইটি)/ সাইবার সুরক্ষায় এমএসসি ডিগ্রি।
- বাধ্যতামূলক সার্টিফিকেট- CISSP/ CISM/ CISA।
- সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা- প্রার্থীর আইটি এবং/ অথবা তথ্য সুরক্ষা ক্ষেত্রে ন্যূনতম ৬ বছরের সামগ্রিক অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে ৩ বছর তথ্য সুরক্ষা ভূমিকায় থাকতে হবে।
চিফ ম্যানেজার-ইনফরমেশন সিকিউরিটি-
- গ্রেড- স্কেল ৪।
- মোট শূন্যপদ- ২ টি।
- বয়স সীমা- ৩০ বছর থেকে ৪০ বছর।
- শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সায়েন্স/ তথ্য প্রযুক্তি/ ইলেকট্রনিক্স ও যোগাযোগে পূর্ণকালীন বি.ই / বি.টেক অথবা, পূর্ণকালীন এমসিএ/ এমএসসি (কম্পিউটার বিজ্ঞান)/ এমএসসি (আইটি)/ সাইবার সুরক্ষায় এমএসসি ডিগ্রি।
- বাধ্যতামূলক সার্টিফিকেট- CISSP/ CISM/ CISA।
- সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা- আবেদনকারীর আইটি এবং/ অথবা তথ্য সুরক্ষা ক্ষেত্রে ন্যূনতম ৯ বছরের সামগ্রিক অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে ৬ বছর তথ্য সুরক্ষা ভূমিকায় থাকতে হবে।
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
৪) ইনফরমেশন টেকনোলজি:
ম্যানেজার-তোরে অ্যাডমিনিস্ট্রেটর এন্ড ব্যাকআপ-
- গ্রেড- স্কেল ২।
- মোট শূন্যপদ- ২ টি।
- বয়স সীমা- ২৪ বছর থেকে ৩৪ বছর।
- শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সায়েন্স/ তথ্য প্রযুক্তি/ ইলেকট্রনিক্স ও যোগাযোগে পূর্ণকালীন বি.ই./ বি.টেক ডিগ্রি।
- সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা- কারিগরি এবং আইটি ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে স্টোরেজ এবং ব্যাকআপের ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা।
সিনিয়র ম্যানেজার-তোরে অ্যাডমিনিস্ট্রেটর এন্ড ব্যাকআপ-
- গ্রেড- স্কেল ৩।
- মোট শূন্যপদ- ২ টি।
- বয়স সীমা- ২৭ বছর থেকে ৩৭ বছর।
- শিক্ষাগত যোগ্যতা- পূর্ণকালীন বি.ই./ বি.টেক. কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স ও কমিউনিকেশনে যথাযথ ডিগ্রী।
- সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা- কারিগরি এবং আইটি ক্ষেত্রে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে স্টোরেজ এবং ব্যাকআপের ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
চাকরির খবরঃ ৪৯৮৭ টি শূন্য পদে কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ
নিয়োগ প্রক্রিয়া- আবেদনকারীদের অনলাইন পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
আবেদন প্রক্রিয়া- আবেদনকারীদের www.bankofbaroda.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। চাকরিপ্রার্থীদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই উল্লেখিত পদগুলির জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। চাকরিপ্রার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন এর মাধ্যমে আগামী ১২ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত এই পদে আবেদন জানাতে পারবেন। আবেদনের সময় অবশ্যই প্রয়োজনীয় সমস্ত নথিপত্র স্ক্যান করে অনলাইনেই আপলোড করতে হবে এবং সঠিক সময়ের মধ্যে আবেদনমূল্য জমা করে দিতে হবে।
আবেদন মূল্য-
- ই ডব্লিউ এস এবং ওবিসি প্রার্থীদের জন্য ৮৫০ টাকা।
- এসসি, এসটি, পি ডব্লিউ ডি/ ডিইএসএম এবং মহিলাদের জন্য ১৭৫ টাকা।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.