BSF Recruitment 2019, 1072 Head Constable recruitment

Join Our Facebook PageJoin Our Telegram Groupবিএসএফ- এ হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগ করা হবে ১০৭২ জন হেড কনস্টেবল পদে।শূন্যপদের বিবরণ: হেড কনস্টেবল (রেডিও অপারেটর): ৩০০, (জেনারেল- ২৬৯,…

Published By: ExamBangla.com | Published On:
Join Our Telegram Group


বিএসএফ- এ হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগ করা হবে ১০৭২ জন হেড কনস্টেবল পদে।
শূন্যপদের বিবরণ: হেড কনস্টেবল (রেডিও অপারেটর): ৩০০, (জেনারেল- ২৬৯, EWS- ৩১) এবং হেড কনস্টেবল (রেডিও মেকানিক): ৭৭২ (জেনারেল- ৩৪৯, EWS- ৫৪, ওবিসি- ১৫১, তফশিলি জাতি- ১৪৬, তফসিলি উপজাতি- ৭২)
শিক্ষাগত যোগ্যতা: হেড কনস্টবল (রেডিও অপারেটর) এর ক্ষেত্রে মাধ্যমিক পাস বা সমতুল সাথে রেডিও এন্ড টেলিভিশন/ ইলেকট্রনিক্স/ কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং এসিট্যান্ট/ডেটা প্রিপারেশন এন্ড কম্পিউটার সফটওয়্যার/ জেনারেল ইলেক্ট্রনিক্স/ ডেটা এন্ট্রি অপারেটরে ২ বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সার্টিফিকেট অথবা ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথেমেটিক্সে ন্যূনতম ৬০% নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাশ।
হেড কনস্টেবল (রেডিও মেকানিক) এর ক্ষেত্রে মাধ্যমিক পাস বা সমতুল সাথে রেডিও এন্ড টেলিভিশন/ জেনারেল ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং এসিট্যান্ট/ডেটা প্রিপারেশন এন্ড কম্পিউটার সফটওয়্যার/ ইলেক্ট্রিশিয়ান/ ফিটার/ ইনফরমেশন টেকনোলজি এন্ড  ইলেকট্রনিক্স সিস্টেম মেইনটেনেন্স/ ইক্যুইপমেন্ট মেইনটেনেন্স/ কম্পিউটার হার্ডওয়্যার/ নেটওয়ার্ক টেকনিশান/ ডেটা এন্ট্রি অপারেটরে ২ বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সার্টিফিকেট অথবা ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথেমেটিক্সে ন্যূনতম ৬০% নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাশ।
বয়সসীমা:১৮ থেকে ২৫ বছর। বয়স হিসাব করবেন ১২ই জুন ২০১৯ তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতনক্রম: ২৫,০০০-৮১,১০০/- টাকা।
আবেদন ফী:এসসি, এসটি এবং মহিলা প্রার্থীদের জন্য কোনো আবেদন ফী দিতে হবে না। আর বাকিদের (জেনারেল ও ওবিসি) জন্য ১০০/- টাকা পেমেন্ট করতে হবে।
শারীরিক সক্ষমতা:পুরুষ প্রার্থীর জন্য (উচ্চতা- ১৬৮ cm, ছাতি- ৮০-৮৫ cm, দৌড়- ৬.৫ মিনিটে  ১.৬ কিমি,) এবং মহিলাদের জন্য (উচ্চতা- ১৫৭ cm, দৌড়- ৪ মিনিটে ৮০০ মিটার)
আবেদন পদ্ধতি:আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন শুরু হবে ১৪ই মে ২০১৯ তারিখ থেকে।
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য নীচের বাটনে ক্লিক করুন-



যেকোনো সরকারি চাকরির খবর এই ওয়েবসাইটে সবার প্রথমে দেওয়া হয় তাই www.exambangla.com প্রতিদিন ফলো করুন।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career