স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAIL), ইস্কো স্টিল প্ল্যান্ট বার্নপুরের তরফে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সম্প্রতি। নূন্যতম যোগ্যতার ভিত্তিতে এখানে কর্মী নিয়োগ করা হবে প্রজেক্টের মাধ্যমে। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
Employment No.- ISP/RECTT./DR/2023/01
পদের নাম- Fitter, Electrician, Welder Etc.
মোট শূন্যপদ- ৪৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং সেইসঙ্গে স্বীকৃত আইটিআই থেকে প্রাসঙ্গিক ট্রেডে পূর্নসময়ের প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা- ইচ্ছুক আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন- প্রারম্ভিক বেতন ১২,৯০০/- টাকা।
চাকরির খবরঃ ভারতীয় রেলে সাইপেন্ড সহ প্রশিক্ষণের সুযোগ
[quads id=10]
আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করা যাবে। আবেদনের অফিসিয়াল ওয়েবসাইটি হল sail.ucanapply.com। এখানে সবার প্রথম লগইন আইডি জেনারেট করতে হবে। সংশ্লিষ্ট আইডি জেনারেট হওয়ার পর লগইন করে সম্পূর্ণ আবেদনটি করতে হবে। অনলাইন আবেদনপত্রে যাবতীয় তথ্য সঠিক ভাবে পূরণ করে আবেদন ফি জমা করতে হবে। সবশেষে সাবমিট অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন স্লিপ ডাউনলোড করে নিতে হবে।
আবেদন ফি- UR, EWS এবং OBC প্রার্থীদের ৩০০/- টাকা; SC, ST এবং PWD প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।
[quads id=10]
আবেদনের শেষ তারিখ- ১৮ জানুয়ারি, ২০২৪।
Official Notification: Download Now
Official Website: Apply Now








