কলকাতা হাইকোর্টের ২৯১টি শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন
রাজ্যের চাকরিরপ্রার্থীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সম্প্রতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। যোগ্যতার নিরিখে প্রায় ২৯১টি শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। এই নিয়োগের জন্য রাজ্যের যে কোনো জেলার চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, মাসিক বেতন এবং বয়সসীমা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলির আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
Employment No.— 6785-RG
পদের নাম— Lower Division Assistant
মোট শূন্যপদ— ২৯১ টি। (UR- ১২১ টি, SC- ৫৪ টি, ST- ৩২ টি, OBC- ৩৮ টি।)
শিক্ষাগত যোগ্যতা— আগ্রহী আবেদনকারীদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অথবা সমতুল্য কোন বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
মাসিক বেতন— এই পদের মাসিক বেতন হল ২৪,১০০/- টাকা।
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। কেবলমাত্র তপশিলি জাতি ও উপজাতি তালিকাভুক্ত আবেদনকারী এবং শারীরিকভাবে প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য ৫ বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে।
চাকরির খবরঃ আগস্ট মাসে যেসব চাকরির আবেদন চলছে
আবেদন পদ্ধতি— কেবলমাত্র অনলাইন পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হবে এই নিয়োগের জন্য। এরজন্য চাকরিপ্রার্থীদের www.calcuttahighcourt.gov.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আবেদন নথিভুক্ত করার সময় নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করতে হবে আবেদনকারীদের। অনলাইন ফর্মে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করে নিতে হবে। নথিপত্র আপলোড হয়ে যাওয়ার পর আবেদন ফি পেমেন্ট করে সাবমিট করতে হবে।
আবেদন ফি— তপশিলি জাতি এবং উপজাতি তালিকাভুক্ত আবেদনকারীদের ৪০০/- টাকা এবং বাকি অন্যান্য সমস্ত শ্রেণীর আবেদনকারীদের ৮০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি— দুটি পর্যায়ের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথম পর্যায়ের পরীক্ষা ঠিক হবে অবজেক্টিভ টাইপ অর্থাৎ OMR বেসড। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউ করবে অংশগ্রহণ করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ— ২৬ আগস্ট, ২০২৪।
Official Notification: Download Now
Official Website: Apply Now