দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়, গর্বিত হয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী

দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়

ফের আরও এক মুকুট যুক্ত হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাথায়। গত বছর অ্যাকাডেমিক র‍্যাঙ্কিং অফ দ্য ওয়ার্ল্ড ইউনির্ভাসিটি -এর বিচারে ভারতে দ্বিতীয় স্থান পেয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রথম স্থানে ছিল আইআইএসসি, বেঙ্গালুরু। কলকাতার পরেই তৃতীয় স্থানে ছিল বেনারস হিন্দু ইউনিভার্সিটি। তারপরে ছিল দিল্লি এবং খড়্গপুর আইআইটি।

চলতি বছরে আবারও একটি আন্তর্জাতিক সংস্থার র‍্যাঙ্কিংয়ে ভালো ফল করলো কলকাতা বিশ্ববিদ্যালয়। বিখ্যাত আন্তর্জাতিক সংগঠন, টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট -এর বিচারে দেশের সমস্ত কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠান, রাজ্যের নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান দখল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ‘সামগ্রিক বৃদ্ধি এবং উন্নয়ন’ ক্যাটাগরিতে প্রথম স্থান পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বৃদ্ধি ক্যাটাগরিতে বিশ্বে ১৪ -তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

চাকরির খবরঃ কোর্টে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ চলছে

এই নিয়ে এদিন আবেগপ্রবণ ট্যুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে কতটা গর্বিত বোধ করছেন, তাও তিনি ট্যুইটেই প্রকাশ করেছেন। ট্যুইটেই কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সমস্ত শিক্ষক, পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, এটা আমাদের কাছে গর্বের বিষয়।”