পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের জন্য এবার এগিয়ে এসেছে আরামবাগ দুয়ারে সরকার ক্যাম্প! পশ্চিমবঙ্গ রাজ্যের জানুয়ারি মাসের ২৪ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পর্যন্ত আয়োজিত হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্পের মাধ্যমে সাধারণত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অবস্থিত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হয় একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা। তবে চলতি বছরের দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র বিতরণ করা হলো।
আপনি কি এখনো পর্যন্ত এই বিষয়ে কিছুই জানেন না? তাহলে আজকের প্রতিবেদন থেকে এই প্রকল্পের কর্মী নিয়োগের বিষয়ে সম্পর্কে বিশদে জেনে নিন।
এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যে এমন অনেক গ্রাম রয়েছে, যেখানে সরকারের পক্ষ থেকে চালু থাকা প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছতে পারেনা। এই সমস্ত গ্রামের মানুষকে রাজ্য সরকারের প্রকল্প সম্পর্কে অবগত করার জন্যই মূলত দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হয়। তবে এই বছরে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে একাধিক চাকরিপ্রার্থীরা তাদের কর্মজীবনের প্রবেশ করতে সক্ষম হয়েছেন।
দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কর্মী নিয়োগ
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? একনজরে দেখে নিন
সম্প্রতি আরামবাগে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র প্রদান করেছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক। সূত্রের খবর অনুযায়ী, পুরুষ মহিলা মিলিয়ে মোট সাতজন চাকরিপ্রার্থীকে উপযুক্ত পদে নিয়োগ করা হয়েছে। আরামবাগে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই সমস্ত নিয়োগের নিয়োগপত্র হাতে পেয়েছেন নিযুক্ত কর্মীরা। ঐদিন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর ডেপুটি ডায়রেক্টর ইন্দ্রাণী সেনগুপ্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি সকল যোগ্য চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন।
প্রতিদিন সরকারি চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন 👇👇
রাজ্য সরকারের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে নিয়োজিত ৭ জন কর্মী বিভিন্ন বিশিষ্ট সংস্থার জুনিয়র অফিসার পদে নিযুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। এই বিষয়ে সদ্য নিযুক্ত কর্মীরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এটি একটি অনবদ্য নদীর তৈরি করেছে আরামবাগ দুয়ারে সরকার ক্যাম্প।
এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে চাকরি
আরামবাগ দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে মূলত পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর মাধ্যমে যোগ্য কর্মীদের উপযুক্ত কোম্পানিতে উপযুক্ত পদে নিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোন বেকার চাকরিপ্রার্থী এই সমস্ত পদের অধিকারী হতে পারেন। এর জন্য অবশ্যই চাকরিপ্রার্থীদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে যোগাযোগ করে নিজেদের নাম নথিভুক্ত করে আসতে হবে। আবেদনকারীর যোগ্যতা অনুসারে কর্মী নিয়োগের কোন সন্ধান থাকলে, এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর পক্ষ থেকে সরাসরি তাকে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের বিভিন্ন সমবায় ব্যাংকে ক্লার্ক নিয়োগ, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন