SSC Scam: নিয়োগ দুর্নীতিতে কারচুপি প্রায় ৮ হাজার ওএমআর শিটে! জানালো সিবিআই

SSC Scam

নিয়োগ দুর্নীতি কান্ডে বিদ্ধ পশ্চিমবঙ্গ। তদন্তভার রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) এর হাতে। এর আগে ওএমআর শিট বিকৃতির তদন্তে দিল্লি ও গাজিয়াবাদের ওএমআর প্রস্তুতকারী সংস্থা নাইসার অফিসে তল্লাশি চালায় সিবিআই। এরপরেই ওএমআর শিট বিকৃতি সংক্রান্ত একাধিক তথ্য এসেছে সিবিআইয়ের কাছে।

নিয়োগ দুর্নীতি কান্ডে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে এসএসসি পরীক্ষার ওএমআর শিট তৈরির দায়িত্বে থাকা সংস্থার আধিকারিক নীলাদ্রি দাসকে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে তাঁর। এছাড়া নাইসার অফিসের তল্লাশি অভিযানে মিলেছে বহু চাঞ্চল্যকর তথ্য। সিবিআইয়ের দাবি, এসএসসি গ্রুপ সির নিয়োগ পরীক্ষায় বিকৃত হয়েছে প্রায় ৩ হাজার ৪৮১টি ওএমআর শিট, গ্রুপ ডির নিয়োগ পরীক্ষায় বিকৃত হয়েছে ২ হাজার ৮২৩টি ওএমআর শিট, এর পাশাপাশি নবম-দশমের পরীক্ষায় ৯৫২টি ও একাদশ-দ্বাদশের পরীক্ষায় ৯০৭টি ওএমআর শিটে কারচুপি ধরা পড়েছে।

চাকরির খবরঃ ISRO -তে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

join Telegram

সূত্রের খবর, নাইসার সার্ভার থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি হার্ডডিস্ক বাজেয়াপ্ত করে কারচুপি সংক্রান্ত বহু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এই সংক্রান্ত তথ্যগুলি পেশ করা হয়েছে আদালতে। সিবিআইয়ের দাবি, ইতিমধ্যে কারচুপি হওয়া ওএমআর শিটের সংখ্যা ছুঁয়েছে প্রায় আট হাজার। তবে সংখ্যাটি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

FB Join