সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হয়েছে যথাক্রমে ২১শে মার্চ ও ৫ই এপ্রিল তারিখে। পরীক্ষা শেষ হতে এখন রেজাল্টের জন্য অধীর অপেক্ষায় পরীক্ষার্থীরা। ইতিমধ্যে বোর্ড সূত্রে খবর, অতি শীঘ্রই প্রকাশ পেতে চলেছে দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল।
সূত্রের খবর, সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর ফলপ্রকাশ হতে পারে মে মাসের শেষের দিকে। ফলপ্রকাশের সম্ভাব্য দিনক্ষণ মে মাসের ১৫ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে। অন্যদিকে, মে মাসের শেষ সপ্তাহ কিংবা জুনের প্রথম সপ্তাহ নাগাদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর রেজাল্ট ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ মে মাসেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট
[quads id=10]
প্রসঙ্গত, চলতি বছরে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে। দশম শ্রেণীর পরীক্ষাটি হয় মোট ৭৬টি বিষয়ের উপর। আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছিল মোট ১১৫টি বিষয়ের উপরে। দশমের পরীক্ষার্থীর সংখ্যা ছুঁয়েছিল প্রায় ২১,৮৬,৯৪০ জন। আর দ্বাদশের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬,৯৬,৭৭০ জন। রেজাল্ট ঘোষণার চূড়ান্ত দিনক্ষণ এখনও না জানানো হলেও অতি শীঘ্রই তা জানিয়ে দেবে বোর্ড। বর্তমানে রেজাল্ট সম্বন্ধীয় পরবর্তী আপডেটের অপেক্ষায় রয়েছেন পরীক্ষার্থীরা।







