এক নজরে
CBSE Board 10th Exam: মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নতুন বদল আনল CBSE। একই বছরে এবারে দশম শ্রেণীর পরীক্ষা দিতে হবে দুবার। অর্থাৎ একবার পরীক্ষার ফল আশানুরূপ না হলে, আবারও ওই পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করার সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার সময় থেকেই এই নিয়ম লাগু হতে চলেছে CBSE দশম শ্রেণীর পরীক্ষায়। ছাত্র-ছাত্রীদের জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের প্রতিবেদনে।
CBSE Board 10th Exam Rule
CBSE বোর্ডের তরফে দশম শ্রেণীর পরীক্ষা (CBSE Board 10th Exam) নিয়ে বিরাট ঘোষণা করা হলো। বুধবার বোর্ডের তরফে জানানো হলো, একবার নয় বরং এক বছরের দুবার পরীক্ষা নেওয়া হবে CBSE বোর্ডের পক্ষ থেকে। তাহলে কি ছাত্রছাত্রীদের একই পরীক্ষা দুবার ধরে দিতে হবে? কি বলছে বোর্ড? আসলে, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার উন্নতি এবং বোর্ডের পরীক্ষায় ভালো ফল করার জন্যই এই পদক্ষেপ CBSE র। এক্ষেত্রে একটি বছরে দুটি করে পরীক্ষা (CBSE Board 10th Exam) র আয়োজন করবে বোর্ড। যেখানে প্রথম পরীক্ষাটি হবে ওই বছরের ফেব্রুয়ারি মাসে এবং দ্বিতীয় পরীক্ষাটি হবে মে মাস নাগাদ।
CBSE দশম পরীক্ষার নিয়মে বদল
CBSE বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে এবারে বিরাট পরিবর্তন আনল বোর্ড। বুধবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা করা হলো। যেখানে বছরের দুবার পরীক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীদের। তবে প্রথমবারের পরীক্ষাটি সকলের জন্যই বাধ্যতামূলক এবং এই পরীক্ষায় সকলকে পাস করতে হবে। প্রথম পরীক্ষায় পাশ করলেই তবে দ্বিতীয় পরীক্ষায় বসার সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা। তবে এক্ষেত্রে দ্বিতীয় পরীক্ষাটি একেবারেই কম্পালসারি বা বাধ্যতামূলক নয়। ছাত্রছাত্রীরা নিজেদের ইচ্ছা অনুসারে দ্বিতীয়বারের পরীক্ষা অর্থাৎ মে মাসের পরীক্ষাটিতে বসতে পারেন।
আরও পড়ুনঃ আমূল পরিবর্তন পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষায়
কেন দ্বিতীয়বার পরীক্ষার আয়োজন করবে বোর্ড?
এতদিন পর্যন্ত একবার পরীক্ষার আয়োজন করা হলেও এবার থেকে দ্বিতীয় বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন CBSE বোর্ডের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। মূলত যে সমস্ত ছাত্র-ছাত্রী প্রথম পরীক্ষার ফলাফল নিয়ে অখুশি থাকবেন, তাদেরকেই আরও একবার সুযোগ দেওয়া হবে ওই একই পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য। ইচ্ছুক ছাত্রছাত্রীরা সবকটি পেপারের মধ্যে মোট তিনটি পেপারকে বেছে নিতে পারবেন এবং আবার পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ দ্বিতীয়বারের পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা সব কটি সাবজেক্ট এর পরীক্ষা দিতে পারবেন না। এক্ষেত্রে প্রথম পরীক্ষায় খারাপ ফল হয়েছে, এমন সর্বাধিক তিনটি বিষয়ে বেছে নিয়ে সেই তিনটি বিষয়ের পরীক্ষা দিতে পারবেন দ্বিতীয় বারের পরীক্ষায়।
আরও পড়ুনঃ জুলাই মাসে আবারো টানা ছুটি পড়তে চলেছে রাজ্যের বিদ্যালয় গুলিতে
কেন এমন সিদ্ধান্ত?
ছাত্র ছাত্ররা যাতে তাদের প্রথম বোর্ডের পরীক্ষায় (CBSE Board 10th Exam)ভালো ফলাফল করতে পারেন, তার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে CBSE বোর্ড। বোর্ডের কর্তাদের মতে, এই প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ অনেক অংশে কমে যাবে। যদিও এক্ষেত্রে ইন্টার্নাল অ্যাসেসমেন্ট বছরে একবারই হবে। প্রথমবারের পরীক্ষার আগেই এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট এর আয়োজন করা হবে। এই সুযোগটি যে ২০২৬ সাল থেকে ছাত্র-ছাত্রীদের জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে তা বলাই বাহুল্য।
স্কলারশিপ সম্পর্কিত আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇