CBSE Result 2023: সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশিত! রেজাল্ট কিভাবে দেখবেন জেনে নিন

CBSE Result 2023: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ করা হয়েছে। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট মারফত ফলপ্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা (results.cbse.nic.in) এবং (cbseresult.nic.in) এর মাধ্যমে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন।
রেজাল্ট চেক করবেন কিভাবে ?
১) CBSE বোর্ডের পড়ুয়ারা রেজাল্ট চেক করার জন্য (cbseresult.nic.in) ওয়েবসাইটে যাবেন।
২) এরপর দ্বাদশ শ্রেণীর রেজাল্ট চেক করার লিঙ্কে ক্লিক করবেন।
৩) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করবেন।
৪) এরপর স্ক্রিনে নিজেদের রেজাল্টটি দেখতে পাবেন।
৫) রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন পরীক্ষার্থীরা।
আরও পড়ুনঃ ১৯ মে শুক্রবার প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট
পরীক্ষার্থীদের অতিরিক্ত চাপ কমাতে এবছর শীর্ষ স্থানাধিকারীদের নাম ঘোষণা করেনি সিবিএসই (CBSE) বোর্ড। প্রসঙ্গত, চলতি বছরের সিবিএসই (CBSE) বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল ১৫ই ফেব্রুয়ারি থেকে। চলে ৫ই এপ্রিল পর্যন্ত। মোট ১১৫টি বিষয়ের উপর পরীক্ষাটি হয়েছিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬,৯৬,৭৭০ জন। পরীক্ষা শেষ হতে রেজাল্ট জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পরীক্ষার্থীরা। আর এবার তাঁদের অপেক্ষার অবসান হল বলেই মনে করা হচ্ছে।