CBSE 2023 Result: দশম শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ কবে? সম্ভাব্য তারিখ জানিয়ে দিল সিবিএসই বোর্ড!

CBSE 2023 Result

এর মধ্যে সম্পন্ন হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ২১ লক্ষের বেশি পরীক্ষার্থী। দশম শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল গত ১৫ ই ফেব্রুয়ারি থেকে যা চলে গত ২১ শে মার্চ পর্যন্ত। আর এবার পরীক্ষার ফলপ্রকাশ কবে হতে পারে তার সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়া হলো।

সংশ্লিষ্ট বোর্ড সূত্রে জানানো হয়েছে, দশম শ্রেণীর পরীক্ষার ফলপ্রকাশে তৎপরতা গ্রহণ করা হচ্ছে। সেক্ষেত্রে মে মাসের মধ্যেই প্রকাশ পেতে পারে পরীক্ষার ফলাফল। এই ফলপ্রকাশের সম্ভাব্য তারিখ হলো মে মাসের ১৫ থেকে ২৬। এর মধ্যেই দশম শ্রেণীর রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। যদিও বোর্ডের তরফে ফলপ্রকাশের চূড়ান্ত তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

চাকরির খবরঃ রাজ্যে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে কর্মী নিয়োগ

join Telegram

জানানো হয়েছে, রেজাল্ট প্রকাশ পাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (cbse.gov.in) এ। এই সম্পর্কিত তথ্যগুলিও ওয়েবসাইট থেকে জানতে পারবেন পরীক্ষার্থীরা। প্রসঙ্গত, সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় প্রথম থেকেই সতর্ক ছিল বোর্ড। আর এবার পরীক্ষা শেষ হতে রেজাল্টের জন্য অপেক্ষায় রয়েছেন পরীক্ষার্থীরা। ফলে দ্রুত ফলপ্রকাশের সিদ্ধান্ত গ্রহণের পথে সিবিএসই বোর্ড।

FB Join