শিক্ষার খবর

বিরাট সিদ্ধান্ত সিবিএসইর! ষষ্ঠ শ্রেণী থেকেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পড়বে পড়ুয়ারা

Advertisement

জাতীয় শিক্ষা নীতির পথ অনুসরণ করে দেশের শিক্ষা ব্যবস্থায় বৃহত্তর পরিবর্তন আসছে। সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন শ্রেণীর সিলেবাসে বদল আনার চিন্তাভাবনা নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ বোর্ড জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক স্তরে পড়ানো হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI)। তবে এবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) বোর্ড সিদ্ধান্ত নিল সিলেবাসে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আসবে ষষ্ঠ শ্রেণীর থেকেই।

সিবিএসই (CBSE) বোর্ডের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সিলেবাসে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও কোডিং কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়ুয়াদের কারিগরি দক্ষতা বৃদ্ধির স্বার্থে এহেন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। শুধু তাই নয়, এর সাথে যুক্ত হচ্ছে আরও ৩৩ টি নতুন বিষয়। যেমন, ডেটা সায়েন্স, কাশ্মীরি এমব্রয়ডারি, স্যাটেলাইট অ্যাপ্লিকেশন, অগমেন্টেড রিয়েলিটি (এআর), স্যাটেলাইট অ্যাপ্লিকেশন সহ আরও অন্যান্য বেশ কয়েকটি নতুন বিষয়।

আরও পড়ুনঃ দশম ও দ্বাদশের ফলাফল প্রকাশের সম্ভাবনা মে মাসেই

সিবিএসই বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট বিষয়গুলির উপর প্র্যাকটিকাল ক্লাস করানো হবে পড়ুয়াদের। বিষয়গুলির ৭০ শতাংশ হবে প্র্যাকটিকাল ও ৩০ শতাংশ থিওরি। এই সমস্ত বিষয়গুলির পঠন পাঠনে দক্ষতা ও অভিজ্ঞতা দৃঢ় হবে পড়ুয়াদের। যার দরুণ আগামী দিনে সুবিধা হবে তাঁদের। প্রসঙ্গত, এতদিন নবম-দশম শ্রেণীতে এআই ও কোডিং পড়তে পারতেন সিবিএসই বোর্ডের পড়ুয়ারা। আর এবার ষষ্ঠ শ্রেণীর থেকেই বিষয়গুলি পড়ার রাস্তা খুলে যাচ্ছে পড়ুয়াদের জন্য।

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স

Related Articles