কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পে ৬ হাজার টাকা পাবেন মহিলারা! কিভাবে আবেদন করবেন, জেনে নিন
নতুন প্রকল্পের মাধ্যমে মহিলারা পাবেন ৬ হাজার টাকা। কেন্দ্র সরকারের এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।
দেশের মহিলাদের উন্নতি স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে কেন্দ্রের একাধিক প্রকল্পের সহায়তায় দেশের মহিলা জনসাধারণ উপকৃত হচ্ছেন। ঘর ও বাইরে পারদর্শিতার ছাপ রাখছেন তাঁরা। পরিবারে কন্যা সন্তানের জন্মের পর নগদ অর্থের সাহায্য মেলে সরকারের তরফে। আবার কন্যার পড়াশোনা যাতে মাঝপথে না থামে, তার জন্যও স্কলারশিপের ব্যবস্থা করেছে কেন্দ্র। এর পাশাপাশি, অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য বিশেষ প্রকল্পের ব্যবস্থা করেছে মোদী সরকার।
কেন্দ্রীয় সরকার দেশের অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ‘মাতৃত্ব বন্দনা যোজনা’ নামক একটি বিশেষ প্রকল্পের সূচনা করেছে। দেশের বেশ কিছু রাজ্যে অন্তঃসত্ত্বা মহিলারা গর্ভাবস্থায় প্রয়োজনীয় যত্ন পান না। উপরন্তু নানান বঞ্চনার শিকার হতে হয় তাঁদের। যার ফলে অপুষ্টিতে আক্রান্ত শিশুর জন্ম বাড়ছে ক্রমশ। আর এই সমস্যার প্রতিকারে এবার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। নতুন এই প্রকল্পে দেশের মহিলারা কেন্দ্রের তরফে ৬ হাজার টাকার অর্থসাহায্য পাবেন। তবে তার জন্য বেশ কিছু শর্ত মানতে হবে।
আরও পড়ুনঃ শীঘ্রই নিয়োগ শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন
আবেদনের শর্ত- কেন্দ্রের তরফে চালু হওয়া ‘মাতৃত্ব বন্দনা যোজনায়’ আবেদন করতে হলে মহিলাদের বয়স হতে হবে ১৯ বছর অথবা তার বেশি। সরকার সরাসরি এই টাকা মহিলাদেরই দিয়ে থাকে। পরিবারের অন্য কোনও সদস্য এই টাকা নিতে পারবেন না।
কিভাবে মিলবে স্কিমের টাকা?
প্রকল্পের সুবিধা নিতে চাইলে আগ্রহী মহিলাদের অনলাইনে স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট (wcd.nic.in/schemes/pradhan-mantri-matri-vandana-yojona)-এ ভিজিট করে আবেদন জানাতে হবে। অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে তা ফিল আপ করে সংশ্লিষ্ট অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন। মহিলার আবেদন গৃহীত হলে সরকার তিন কিস্তিতে টাকাটি প্রদান করে। প্রথম ধাপে ১ হাজার টাকা, দ্বিতীয় ধাপে ২ হাজার টাকা আর তৃতীয় ধাপে বাকি টাকা পাঠানো হয়। কেন্দ্রীয় সরকার সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেয়।
ইতিমধ্যে প্রধানমন্ত্রীর ‘মাতৃত্ব বন্দনা যোজনায়’ উপকৃত হয়েছেন দেশের বহু মহিলা নাগরিক। আগামী দিনেও এই প্রকল্প মহিলাদের মুখে হাসি ফোটাবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।