নতুন বছরের শুরুতেই একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় অত্যন্ত খুশি চাকরি প্রার্থীরা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ৪৫৯৭টি শূন্যপদে গ্রুপ- সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সার্ভিসেস বা AIIMS -এর বিভিন্ন দপ্তরে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ০৭/০১/২০২৫ তারিখে 171/2025 নম্বর বিজ্ঞপ্তি দ্বারা এই নিয়োগের বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে। চাকরি প্রার্থীরা এখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিয়োজিত হতে চলেছেন।
নিয়োগের সমস্ত বিবরণ অর্থাৎ পদের নাম, আবেদনের যোগ্যতা, মাসিক বেতন এবং আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য রইল আজকের প্রতিবেদনে। চাকরিপ্রার্থীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন হতে চলেছে।
পদের নাম- AIIMS এর পক্ষ থেকে বিভিন্ন ব্রাঞ্চে গ্রুপ সি কর্মী নিয়োগ হতে চলেছে। AIIMS বিভিন্ন শাখার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানেও কর্মী নিয়োগ করা হবে একই সাথে। এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পদ্গুলির নাম দেওয়া হলো-স্টোর কিপার, মাল্টি টাস্কিং স্টাফ, ক্যাশিয়ার, জুনিয়র একাউন্টস অফিসার, রেসেপ্সানিস্ট, রেকর্ড অফিসার, সুপারভাইজার, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, জুনিয়র মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট, ল্যাব এটেন্ডেন্ট, ল্যাব টেকনিশিয়ান, হসপিটাল এটেন্ডেন্ট, হাউস কিপার, জুনিয়র ওয়ার্ডেন, নার্সিং এটেন্ডেন্ট, ইসিজি টেকনিশিয়ান, লাইব্রেরি এটেন্ডেন্ট ইত্যাদি।
মাসিক বেতন- বর্তমানে পৃথক গ্রুপ সি পদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে AIIMS। সেই কারণে চাকরিপ্রার্থীদের পদ অনুসারে মাসিক বেতন নির্ধারণ করা হবে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নেওয়ার জন্য অবশ্যই পড়ে নিতে হবে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি।
আরও পড়ুনঃ রেলওয়ে গ্ৰুপ- ডি পদে শূন্যপদ ৩২ হাজার নাকি ৫৮ হাজার? সঠিক তথ্য জানুন
শিক্ষাগত যোগ্যতা- এখানে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক, স্নাতক ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রী সব যোগ্যতাতেই চাকরি প্রার্থীরা বিভিন্ন পদে আবেদনের সুযোগ পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটারের অভিজ্ঞতা এবং জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজনীয়।
বয়স সীমা- AIIMS দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে ন্যূনতম ১৮ বছর থেকেই চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর সকল চাকরিপ্রার্থী এখানে বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ পরিমাণে ছাড় পেয়ে যাবেন। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে SC এবং ST প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছরের, OBC প্রার্থীরা সর্বোচ্চ ৩ বছরের এবং প্রতিবন্ধী প্রার্থীরা সর্বোচ্চ ১০ বছরের বয়সের ছাড় পাবেন।
আবেদনের নিয়ম- সম্পূর্ণ অনলাইন মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদনের পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নেবেন। তারপর যথাযথ তথ্যের সাথে অনলাইন মাধ্যমে আবেদন পত্রটি জমা করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে দিতে হবে। সবশেষে আবেদনপত্র জমা করে সংস্থার পক্ষ থেকে বলে দেওয়া আবেদন মূল্য প্রদান করলেই আবেদনটি গ্রহণ করা হবে। ইচ্ছুক আবেদনকারীরা সর্বোচ্চ ৩১/০১/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
চাকরির খবরঃ হুগলি কোচিন শিপইয়ার্ডে কর্মী নিয়োগ
আবেদন মূল্য-
- General/OBC: ৩০০০/- টাকা
- SC/ST/EWS: ২৪০০/- টাকা
- PWD: NIL
নিয়োগ প্রক্রিয়া- এখানে লিখিত পরীক্ষা এবং অতিরিক্ত দক্ষতা পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে সংস্থা। দক্ষতা এবং নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.