চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের তরফ থেকে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে মোট দুটি পদে নিয়োগ করা হবে , এই সব পদে আবেদনের বয়সসীমা কত, মাসিক বেতন কত, শিক্ষাগত যোগ্যতা কত ইত্যাদি জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
ক) ডাটা এন্ট্রি অপারেটর
শূন্যপদের সংখ্যা- এক্ষেত্রে ১ টি শূন্যপদ রয়েছে, সেই পদটি ওবিসির জন্য সংরক্ষিত।
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করবার জন্য ব্যাচেলর ডিগ্রীর পাশাপাশি প্রতি ঘন্টায় কম্পিউটারে ৮ হাজার টাইপিং স্পিড লাগবে।
বয়সসীমা- এই পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীরা ২৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- এই পদের জন্য প্রতি মাসে ১৭ হাজার টাকা দেওয়া হবে।
খ) প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদের সংখ্যা- এই পদের জন্য ১টি শূন্য পদ রয়েছে। EWSদের জন্য পদটি সংরক্ষিত।
বয়সসীমা- এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর।
মাসিক বেতন- এই পদে আবেদনের জন্য মাসিক বেতন হলো ৩১০০০ টাকা।
আরও পড়ুনঃ ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে ট্রেড এপ্রেন্টিস নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সোশিওলজি বা সোশ্যাল সায়েন্স অথবা মেডিক্যাল সোশ্যাল ওয়ার্ক বা সাইকোলজি ইত্যাদির উপর গ্রাজুয়েশন/মাস্টার্স পাশ থাকতে হবে এবং তিন বছরের কর্মজীবনের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আবেদনকারী প্রার্থীর ফিল্ড এক্সপিরিয়েন্স ও সায়িন্টিফিক প্রপোজাল রাইটিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ- উপরিউক্ত দুটি পদের জন্য ১/২/২০২৫ থেকে আবেদন শুরু হয়েছে ও আগামী ১৫/২/২০২৫ এর মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
নিয়োগ পদ্ধতি- আবেদনের ভিত্তিতে প্রার্থীদের লিখিত পরীক্ষা অথবা দক্ষতা পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।
ইন্টারভিউয়ের তারিখ- ১৭/২/২০২৫ তারিখ সকাল সাড়ে দশটায় চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে উপস্থিত থাকতে হবে।
আবেদন পদ্ধতি- www.cnci.ac.in ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর্মটি পাওয়া যাবে তারপর সেটি যাবতীয় তথ্য এবং ছবি সমেত অ্যাটাচ করে জমা দিতে হবে। আবেদন পত্রটি জমা করতে হবে নিম্নলিখিত ঠিকানায়। টু দ্যা ডাইরেক্টর, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, স্ট্রিট নাম্বার ২৯৯, ডিজে ব্লক, একশন এরিয়া ওয়ান ডি, নিউ টাউন, কলকাতা- ৭০০১৬০। উল্লেখ্য প্রার্থীদের বিশদে কিছু জানতে হলে www.cnci.ac.in ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য জানতে পারেন অথবা ০৩৩২৩২৪৫০১৫ নম্বরে যোগাযোগ করতে পারেন।
আরও পড়ুনঃ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কন্টেন্ট রাইটার নিয়োগ
আবেদন ফি- আবেদন ফি হচ্ছে জেনারেল, EWS ও OBC জন্য ২০০ টাকা। তবে SC , ST, ফিমেল ও শারীরিকভাবে সক্ষম প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি নেই।
আবেদনের শেষ তারিখ- ১৫/২/২০২৫ তারিখ।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.