
ভারতীয় রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা বা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস -এ। বিভিন্ন ট্রেডের এ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণ দেওয়া হবে। কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সিলেকশন হবে। দেওয়া হলো নিয়োগ পদ্ধতি সহ আরও তথ্যের বিস্তারিত আলোচনা।
পদের নাম- ফিটার।
শূন্যপদ- মোট ২০০ টি। (UR- ১০০, OBC- ৫৪, SC- ৩০, ST- ১৫)
পদের নাম- টার্নার।
শূন্যপদ- মোট ১০ টি। (UR- ১০, OBC- ৫, SC- ৩, ST- ২)
পদের নাম- Machinist.
শূন্যপদ- মোট ৫৬ টি। (UR- ২৯, OBC- ১৫, SC- ৮, ST- ৪)
পদের নাম- ওয়েল্ডার (G & E).
শূন্যপদ- মোট ৮৮ টি। (UR- ৪৪, OBC- ২৪, SC- ১৩, ST- ৭)
পদের নাম- ইলেকট্রিশিয়ান।
শূন্যপদ- মোট ১১২টি। (UR- ৫৭, OBC- ৩০, SC- ১৭, ST- ৮)
পদের নাম- Ref. & A. C. Machanics.
শূন্যপদ- মোট ৪টি। (UR- ২, OBC- ১, SC- ১)
পদের নাম- পেইন্টার (G)
শূন্যপদ- মোট ১২ টি। (UR- ৬, OBC- ৩,SC- ২, ST- ১)
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা- উপরোক্ত পদগুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ। সঙ্গে NCVT অনুমোদিত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ।
বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৫/০৯/২০২১ তারিখে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীকে apprenticeshipIndia.org এই ওয়েবসাইটে নিজের সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট এবং অন্যান্য ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। আপলোড করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদন করার শেষ তারিখ- ০৩/১০/২০২১
নিয়োগ পদ্ধতি- কোন হাতে লেখা পরীক্ষা অথবা ইন্টারভিউ হবে না। শুধুমাত্র মাধ্যমিক পাশের নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচিত করা হবে।
প্রশিক্ষণের সময়কাল- রেল দপ্তরে নিয়মকানুন মেনে চলবে প্রশিক্ষণ।
চাকরির খবরঃ অষ্টম শ্রেণী পাশে গ্রূপ- ডি কর্মী নিয়োগ
Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here