শিক্ষার খবর

অভিনব সাফল্য চুঁচুড়ার ছেলের! বিজ্ঞান উৎসবে চারবারের সফল ‘অভিজ্ঞান’ ডাক পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রে!

Advertisement

আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবে অভিনব নজির গড়লেন হুগলির চুচুঁড়ার ছেলে অভিজ্ঞান কিশোর দাস। এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী অভিজ্ঞান এই নিয়ে চারবার বিজ্ঞান উৎসবে তাঁর সাফল্য রাখলেন। এছাড়া কদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ফিলাডেলফিয়া যুব চলচ্চিত্র উৎসবে’ ‘ফিল্ম মেকার্স প্যানেলে’ বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন অভিজ্ঞান। এই উৎসবে তাঁর তথ্যচিত্র আগামী ফেব্রুয়ারিতে পুরস্কৃত হবে বলেও জানা যাচ্ছে।

হুগলির কলেজিয়েট স্কুলের ছাত্র অভিজ্ঞান কিশোর দাস। বাড়ি চুঁচুড়ার নারকেলবাগানে।সম্প্রতি ভোপালে আয়োজিত হওয়া ‘আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবে’ বিজ্ঞান সাহিত্য বিষয়ক বিভাগ ‘বিজ্ঞানিকা’ তে অংশগ্রহণ করেছিলেন অভিজ্ঞান। এই উৎসবের আয়োজনে ছিল কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান মন্ত্রক। সংশ্লিষ্ট উৎসবে অভিজ্ঞান দশ মিনিটের একটি তথ্যচিত্রে বৈদ্যবাটির আয়ুর্বেদ চিকিৎসক পন্ডিত মধুসূদন গুপ্তের জীবনী প্রদর্শন করেন। তাঁর তথ্যচিত্রটির নাম ছিল ‘আধুনিক ভারতের সুশ্রুত’। সংশ্লিষ্ট তথ্যচিত্রের মাধ্যমে অভিজ্ঞান শল্যচিকিৎসার পথ প্রদর্শনকারী মধুসূদন গুপ্তের জীবনীর সাথে বহু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

চাকরির খবরঃ আর্মি অর্ডন্যাস্ন কর্পস সেন্টারে মাধ্যমিক পাশে নিয়োগ

FB Join

প্রতিযোগিতায় অভিজ্ঞানের তথ্যচিত্রটি দ্বিতীয় স্থান অধিকার করে। এর আগেও তিনবার বিজ্ঞান উৎসবে পুরস্কৃত হয়েছেন অভিজ্ঞান। প্রথমবার যোগদানে গাড়ি দূষণ প্রতিরোধক যন্ত্র ‘সেফ পলিউট্যান্ট’ তৈরি করে, দ্বিতীয় বার জীববৈচিত্র্য বিষয়ক তথ্যচিত্র ‘সিলভার লাইনিং’ প্রস্তুত করে, আর তৃতীয়বার ‘পোর্টেবল অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার’ বানিয়ে পুরস্কার লাভ করেন অভিজ্ঞান। এর জন্য ভারত সরকারের কাছ থেকে পেটেন্টও পেয়েছেন তিনি। আর এবার তাঁর চতুর্থ বারের নজরকাড়া সাফল্যে খুশি পরিবার থেকে পরিজন। খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। বিজ্ঞানের পথে হেঁটে অভিজ্ঞানের স্বপ্ন যাতে সফল হয় এখন তাই কামনা সকলের।

Related Articles