চাকরির খবরশিক্ষার খবর

ফের প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় ঘুরলো রসায়নের প্রশ্ন!

Advertisement

রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে একাদশ শ্রেণীর পরীক্ষা। আর এবার সংশ্লিষ্ট পরীক্ষা ঘিরে সৃষ্টি হলো বিতর্কের। এর আগেই অভিযোগ উঠেছিল, পরীক্ষা শুরুর আগে বাইরে প্রকাশ হয়ে যাচ্ছে একাদশের প্রশ্ন। তারই উপযুক্ত প্রমাণ মিললো রসায়নের পরীক্ষায়। জানা যাচ্ছে, পরীক্ষা শুরুর ছয় ঘন্টা আগে সমাজমাধ্যমে প্রকাশ হয়ে যায় প্রশ্নপত্র।

সূত্রের খবর, নির্ধারিত দিনে রসায়নের পরীক্ষা ছিল দুপুর দুটো থেকে। অথচ পরীক্ষার দিন সকাল প্রায় সাড়ে নটা নাগাদ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরতে থাকে রসায়নের প্রশ্নপত্রের ছবি। পরীক্ষা শেষ হতে বিভিন্ন বিদ্যালয়ের কর্তৃপক্ষরা জানান, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা প্রশ্নের সাথে আসল প্রশ্নের হুবহু মিল বর্তমান।

চাকরির খবরঃ রাজ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

join Telegram

এদিকে, একাদশের প্রশ্ন ফাঁসের ঘটনাটিকে তেমন গুরুত্ব দিতে নারাজ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তাঁদের কথায়, এটি সপ্তম অষ্টম শ্রেণীর মতোই এক পরীক্ষা। তাই এ পরীক্ষার প্রশ্ন ফাঁস হলো কি হলো না সে বিষয়ে বিচলিত হওয়ার প্রয়োজন নেই। অন্য দিকে সংশ্লিষ্ট বিষয়ে অভিভাবকদের একাংশের বক্তব্য, একাদশের পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনাকে গুরুত্ব দিতে চাইছে না সরকার। এতে আদতে ক্ষতি হচ্ছে মেধাবি পড়ুয়াদের।

FB Join

Related Articles