CNCI Recruitment: চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বা CNCI এর পক্ষ থেকে কলকাতার মধ্যেই নিউ টাউন ক্যাম্পাস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড বা BECIL এর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। কলকাতার নিউটাউনে অবস্থিত এই হাসপাতালের এক বিভাগে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ হতে চলেছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে এবং কর্মী হিসেবে নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ তথ্য বিশদে জানতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।
নিয়োগ কারী সংস্থা- চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বা CNCI।
পদের নাম- রেডিওথেরাপি টেকনিশিয়ান।
মোট শূন্য পদ- ২টি।
বিভাগের নাম- মেডিকেল ফিজিক্স বিভাগ।
মাসিক বেতন- ২৫,০০০ টাকা।
বয়স সীমা- আগ্রহী চাকরিপ্রার্থীদের বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ সম্পর্কে জানানো হয়েছে। তবে এক্ষেত্রে কোন নির্দিষ্ট বয়সসীমার উল্লেখ করা হয়নি। অর্থাৎ এই পদে নিয়োগের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের যোগ্যতার শর্ত পূরণ হলে যে কোন বয়সেই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
চাকরির খবরঃ মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে
শিক্ষাগত যোগ্যতা- আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রেডিওথেরাপি টেকনোলজি বিষয়ে B.Sc ডিগ্রী থাকতে হবে। এর পাশাপাশি ডিপ্লোমা ডিগ্রী থাকলেও চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
পেশাগত অভিজ্ঞতা- পদটির জন্য স্নাতক চাকরিপ্রার্থীদের ন্যূনতম দুই বছরের পেশাগত অভিজ্ঞতা এবং ডিপ্লোমা চাকরিপ্রার্থীদের তিন বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
চাকরির খবরঃ ২৩০৮ শূন্য পদে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু হলো
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ পদ্ধতি- চাকরিপ্রার্থীদের এই পদের সম্পূর্ণরূপে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হতে চলেছে। এর জন্য কোনরকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। হাসপাতালের নিউ টাউন ক্যাম্পাসে আগামী ৬ অক্টোবর ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে। ঐদিন সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই মর্মে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ এর দিন অবশ্যই সঙ্গে করে প্রয়োজনীয় সমর্থন নথি, যেমন- অভিজ্ঞতার প্রমাণপত্র এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে।
আবেদন পদ্ধতি- এই পদের জন্য আগে থেকে আবেদন জানানোর প্রয়োজন নেই। আগ্রহী চাকরিপ্রার্থীরা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বলে দেওয়া ফরম্যাটে আবেদনপত্রের পাশাপাশি প্রয়োজনীয় নথি গুলি নিয়ে ইন্টারভিউ এর সময়ে পৌঁছে যাবেন। এক্ষেত্রে অবশ্যই সংরক্ষিত চাকরিপ্রার্থী বাদে অন্যান্য চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য বাবদ ২৯৫ টাকার ডিমান্ড ড্রাফট সঙ্গে রাখতে হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.