দেশের উচ্চ শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য একাধিক পদে নিযুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড। রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় কর্মী হিসেবে নিযুক্ত হলেই প্রতি মাসে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকার বেতন পাবেন চাকরিপ্রার্থীরা। আজকের প্রতিবেদনের মাধ্যমে এই দুর্দান্ত চাকরির সুযোগের বিভিন্ন বিবরণ অর্থাৎ পদের নাম, আবেদনের যোগ্যতা, বেতন সীমা, শূন্য পদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি ও আবেদন পদ্ধতি সম্পর্কিত সমস্ত তথ্য আলোচনা করা হলো।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে- কোল ইন্ডিয়া লিমিটেড বা CIL এর পক্ষ থেকে ম্যানেজমেন্ট ট্রেইনি বিভাগে একাধিক কর্মী নিয়োগ করা হবে। কমিউনিটি ডেভেলপমেন্ট, মার্কেটিং অ্যান্ড সেলস, মেটিরিয়ালস ম্যানেজমেন্ট, পার্সোনেল অ্যান্ড এইচআর, সিকিউরিটি, এনভায়রনমেন্ট, ফিন্যান্স, লিগ্যাল এবং কোল প্রিপারেশন পদগুলিতে কাজ করার সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা।
শূন্য পদের সংখ্যা- ৪৩৪ টি।
প্রতিমাসের বেতন- উল্লিখিত পদে যদি কর্মী হিসেবে নিযুক্ত হন, তাহলে প্রতি মাসে ৫০,০০০/- টাকা থেকে ১,৮০,০০০/- টাকার মধ্যে মূল বেতন পাওয়ার সুযোগ পাবেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের কর্মচারী হওয়ার সুবাদে একাধিক সরকারি সুযোগ-সুবিধা মিলবে কর্মীদের।
শিক্ষাগত যোগ্যতা- এখানে বিশেষজ্ঞ স্নাতক, স্নাতকোত্তর এবং ডিপ্লোমা ডিগ্রিধারী যোগ্য ব্যক্তিরা সরাসরি আবেদন জানাতে পারবেন। বিভিন্ন বিভাগের কাজ করার জন্য আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সম্পূর্ণ তথ্য ভালোভাবে জানার জন্য অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি দেখে নেবেন।
আরও পড়ুনঃ ৩২ হাজার শূন্যপদে রেলওয়ে গ্রুপ- ডি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন শুরু হলো
বয়স সীমা- চাকরি প্রার্থীরা এখানে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে যথাযথ পরিমাণে ছাড় পাবেন।
নিয়োগের বিবরণ- চাকরি প্রার্থীদের অনলাইন কম্পিউটার বেসড একটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করবে কোল ইন্ডিয়া লিমিটেড। তবে প্রথমে প্রতিটি চাকরিপ্রার্থীকে প্রশিক্ষণের সুযোগ করে দেবে সংস্থা। প্রশিক্ষণের শেষে লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের প্রবেশনার হিসাবে নিযুক্ত করবে। এখানে মোট দুই বছরের প্রবেশনারি সময়কাল থাকবে। এরপর সরাসরি করবে হিসাবে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা।
আবেদন পদ্ধতি- কোল ইন্ডিয়া লিমিটেডের www.coalindia.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। সংশ্লিষ্ট ওয়েবসাইটের “ক্যারিয়ার” অপশনে ক্লিক করে “জবস ইন কোল ইন্ডিয়া” অপশনে গেলেই অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করার সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। তবে এক্ষেত্রে ১৪/০২/২০২৫ তারিখ বিকাল ৬টার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে চাকরিপ্রার্থীদের।
আবেদন মূল্য-
- GEN/ OBC/ EWS: ১৩৬০/- টাকা
- SC/ ST/ PwBD: ০/-
আরও পড়ুনঃ WBPSC Exam Calendar 2025: ক্লার্কশিপ সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.