Coal India Recruitment: কেন্দ্রীয় সরকারি সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড বা CIL অধীনস্থ দুটি গুরুত্বপূর্ণ সংস্থায় চাকরির সুযোগ রয়েছে আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য। বর্তমানে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গ থেকে এবং অন্যান্য রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের জন্য এবার রাষ্ট্রায়ত্ব সংস্থার তরফে দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে কোল গ্যাস ইন্ডিয়া লিমিটেড এবং ভারত কোল গ্যাসিফিকেশন এন্ড কেমিক্যালস লিমিটেড এ অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন আজকের প্রতিবেদনটি।
নিয়োগ কারী সংস্থা- কোল ইন্ডিয়া লিমিটেড।
যে বিভাগে নিয়োগ করা হবে-
- কোল গ্যাসিফিকেশন এন্ড কেমিক্যালস লিমিটেড,
- কোল গ্যাস ইন্ডিয়া লিমিটেড।
পদের নাম- চিফ এক্সিকিউটিভ অফিসার।
শূন্যপদ- ২টি
চুক্তির সময়সীমা- তিন বছর
কর্মস্থল- পশ্চিমবঙ্গ, পাণ্ডবেশ্বর, ওড়িশা, সোনপুর, লক্ষণপুর ও অন্যান্য।
বয়সসীমা- আবেদনের জন্য আগ্রহী চাকরি প্রার্থীদের অবশ্যই যথাযথ অভিজ্ঞতা এবং যোগ্যতার পাশাপাশি সঠিক বয়সের মধ্যবর্তী হতে হবে। এক্ষেত্রে অনূর্ধ্ব ৫৭ বছরের চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
চাকরির খবরঃ রাজ্যের মিউনিসিপাল সার্ভিস কর্পোরেশনে কর্মী নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
মাসিক বেতন- উল্লেখিত পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ২ লক্ষ ৭৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই কেমিক্যাল/ ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। এর পাশাপাশি অন্ততপক্ষে ১৯ বছরের পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে চাকরিপ্রার্থীকে।
চাকরির খবরঃ ভারতীয় কোস্ট গার্ডে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ হচ্ছে
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। এক্ষেত্রে ১১ ই নভেম্বর পর্যন্ত আবেদন জানানোর সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা। আবেদনের সময় অবশ্যই গুরুত্বপূর্ণ সমস্ত নথি অনলাইনে স্ক্যান করে আপলোড করতে হবে।
নিয়োগ পদ্ধতি- আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করে ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীরা কলকাতায় অবস্থিত কোল ইন্ডিয়ার সদর দপ্তরে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন।
নিয়োগ সংক্রান্ত অতিরিক্ত তথ্য বিশদে জানার জন্য অবশ্যই কোল ইন্ডিয়া লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নেবেন।
