কমনওয়েলথ গেমস ২০২২ | কমনওয়েলথ গেমস ২০২২ ভারতের পদক তালিকা

 সংস্করণ- XXII (ম্যাসকট: পেরি দ্য বুল); স্থান- বার্মিংহাম, ইংল্যান্ড। শুরু- 28 জুলাই, সমাপ্তি- 8 আগস্ট, 2022। কমনওয়েলথ গেমস ২০২২ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চার্লস, প্রিন্স অব ওয়েলস।কমনওয়েলথ গেমস ২০২২ মোটো…

Published By: Exam Bangla | Published On:

সংস্করণ- XXII (ম্যাসকট: পেরি দ্য বুল); স্থান- বার্মিংহাম, ইংল্যান্ড। শুরু- 28 জুলাই, সমাপ্তি- 8 আগস্ট, 2022। কমনওয়েলথ গেমস ২০২২ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চার্লস, প্রিন্স অব ওয়েলস।কমনওয়েলথ গেমস ২০২২ মোটো (Commonwealth Games 2022 Moto)- ‘Sport is just the beginning’. মোট খেলার স্থান (venue)- 15 টি। কমনওয়েলথ গেমস ২০২২ প্রধান স্টেডিয়াম আলেকজান্ডার স্টেডিয়াম।

কমনওয়েলথ গেমস ২০২২

কমনওয়েলথ গেমস ২০২২ মোট অংশগ্রহণকারী দেশ- 72। কমনওয়েলথ হল 54 টি স্বাধীন দেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যার প্রায় সবকটিই পূর্বে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল। এই দেশগুলি এবং সংযুক্ত অঞ্চলগুলিই কেবলমাত্র কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারে। 2022 কমনওয়েলথ গেমস -এ অংশগ্রহণকারী নতুন দেশ গ্যাবন এবং টোগো।

কমনওয়েলথ গেমস ২০২২ মোট খেলার সংখ্যা- 20 প্রকার খেলা (280 টি ইভেন্ট )।
কমনওয়েলথ গেমস ২০২২ অংশগ্রহণকারী মোট প্রতিযোগী- 5054 জন। সবচেয়ে বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছে- ইংল্যান্ড 438 জন, অস্ট্রেলিয়া 427 জন, ভারত 211 জন।

কমনওয়েলথ গেমস ২০২২ পদক তালিকা

২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মেডেল তালিকাঃ (প্রথম ৫)
১) অস্ট্রেলিয়া- মোট ১৭৮ টি (সোনা ৬৭ টি, রূপো ৫৭ টি, ব্রোঞ্জ ৫৪ টি)।
২) ইংল্যান্ড- মোট ১৭৬ টি (সোনা ৫৭ টি, রূপো ৬৬ টি, ব্রোঞ্জ ৫৩ টি)।
৩) কানাডা- মোট ৯২ টি (সোনা ২৬ টি, রূপো ৩২ টি, ব্রোঞ্জ ৩৪ টি)।
৪) ভারত- মোট ৬১ টি (সোনা ২২ টি, রূপো ১৬ টি, ব্রোঞ্জ ২৩ টি)।
৫) নিউজিল্যান্ড- মোট ৪৯ টি (সোনা ২০ টি, রূপো ১২ টি, ব্রোঞ্জ ১৭ টি)।

কমনওয়েলথ গেমস ২০২২ -এর নিরিখে ভারত

 মোট অংশগ্রহণকারী ২১১ জন (পুরুষ- ১০৬ জন, মহিলা- ১০৫ জন)। উদ্বোধনে ভারতের পতাকা বাহক- মনপ্রীত সিং এবং পি ভি সিন্ধু। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক- শরথ কমল এবং নিখাত জারিন।ভারতের সর্বকনিষ্ঠ প্রতিযোগী- স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং (১৪)। ভারতের সর্ব জ্যেষ্ঠ প্রতিনিধি লন বোলার সুনীল বাহাদুর (৪৫)।

কমনওয়েলথ গেমস ২০২২ ভারতের পদক তালিকা

ভারতের রাজ্য ভিত্তিক পদক তালিকা

  • হরিয়ানা- ২৪ টি,
  • পাঞ্জাব- ১৮ টি,
  • দিল্লি- ৮ টি,
  • ঝাড়খণ্ড- ৮ টি,
  • মহারাষ্ট্র- ৭ টি
কমনওয়েলথ গেমস 2022 ভারোত্তোলন পুরস্কার প্রাপক
নামমেডেলরাজ্য
সঙ্কেত মহাদেব সরগররূপোমহারাষ্ট্র
মীরাবাঈ চানুসোনামণিপুর
গুরুরাজা পূজারীব্রোঞ্জকর্ণাটক
বিন্দিয়ারানি দেবীরূপোমণিপুর
জেরেমি লালরিনুঙ্গাসোনামিজোরাম
অচিন্ত্য শিউলিসোনাপশ্চিমবঙ্গ
হরজিন্দর কৌরব্রোঞ্জপাঞ্জাব
বিকাশ ঠাকুররূপোপাঞ্জাব
লভপ্রীত সিংব্রোঞ্জপাঞ্জাব
গুরদীপ সিংব্রোঞ্জপাঞ্জাব
কমনওয়েলথ গেমস 2022 পাওয়ার লিফ্টিং পুরস্কার প্রাপক
নামমেডেলরাজ্য
সুধীরসোনাহরিয়ানা
কমনওয়েলথ গেমস 2022 জুডো পুরস্কার প্রাপক
নামমেডেলরাজ্য
সুশীলা দেবীরূপোমণিপুর
বিজয় যাদবব্রোঞ্জউত্তরপ্রদেশ
তুলিকা মানরূপোদিল্লি
কমনওয়েলথ গেমস 2022 লন বল পুরস্কার প্রাপক
নামমেডেলরাজ্য
ওম্যানস ফোরস টিমসোনা-
ইন্ডিয়া মেনস টিমরূপো-
কমনওয়েলথ গেমস 2022 টেবিল টেনিস পুরস্কার প্রাপক
নামমেডেলরাজ্য
ইন্ডিয়া মেনস টিমসোনা-
শরথ কমল (তামিলনাড়ু), শ্রীজা আকুলা (তেলেঙ্গানা)সোনা-
শরথ কমল, জি সাথিয়ানরূপো-
অচিন্ত্য শরথ কমলসোনাতামিলনাড়ু
মেনস ডবলসরূপো-
কমনওয়েলথ গেমস 2022 প্যারা টেবিল টেনিস পুরস্কার প্রাপক
নামমেডেলরাজ্য
ভাবিনা পটেলসোনাগুজরাট
সোনালবেন পটেলব্রোঞ্জ-
কমনওয়েলথ গেমস 2022 স্কোয়াশ পুরস্কার প্রাপক
নামমেডেলরাজ্য
সৌরভ ঘোষালব্রোঞ্জপশ্চিমবঙ্গ
দিপীকা পাল্লিকেল (কেরালা), সৌরভ ঘোষালব্রোঞ্জ-
কমনওয়েলথ গেমস 2022 কুস্তি পুরস্কার প্রাপক
নামমেডেলরাজ্য
অংশু মালিকরূপোহরিয়ানা
বজরং পুনিয়াসোনাহরিয়ানা
সাক্ষী মালিকসোনাহরিয়ান
দীপক পুনিয়াসোনাহরিয়ানা
দিব্যা কাকরানব্রোঞ্জউত্তরপ্রদেশ
মোহিত গ্রেওয়ালব্রোঞ্জহরিয়ানা
পূজা গেলহটব্রোঞ্জদিল্লি
রবিকুমার দাহিয়াসোনাহরিয়ানা
ভিনেশ ফোগাটসোনাহরিয়ানা
নবীনসোনাহরিয়ানা
পূজা সিহাগব্রোঞ্জহরিয়ানা
দীপক নেহেরাব্রোঞ্জহরিয়ানা
কমনওয়েলথ গেমস 2022 বক্সিং পুরস্কার প্রাপক
নামমেডেলরাজ্য
রোহিত টোকাসব্রোঞ্জদিল্লি
নীতু গাঙ্গাসসোনাহরিয়ানা
অমিত পাঙ্ঘালসোনাহরিয়ানা
নিখাত জারিনসোনাঅন্ধ্রপ্রদেশ
মহম্মদ হুসামউদ্দিনব্রোঞ্জতেলেঙ্গানা
সাগর আহলওয়াতব্রোঞ্জহরিয়ানা
জেসমিন ল্যাম্বোরিয়াব্রোঞ্জহরিয়ানা
কমনওয়েলথ গেমস 2022 ব্যাডমিন্টন পুরস্কার প্রাপক
নামমেডেলরাজ্য
মিক্সড টিমরূপো-
কিদাম্বি শ্রীকান্তব্রোঞ্জঅন্ধ্রপ্রদেশ
পিভি সিন্ধুসোনাতেলেঙ্গানা
লক্ষ্য সেনসোনাউত্তরাখন্ড
চিরাগ শেঠি (মহারাষ্ট্র), সাত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (অন্ধ্রপ্রদেশ)সোনা-
তৃষা জলি (কেরালা), গায়েত্রী গোপীচাঁদ (তেলেঙ্গানা)ব্রোঞ্জ-
কমনওয়েলথ গেমস 2022 হাই জাম্প পুরস্কার প্রাপক
নামমেডেলরাজ্য
তেজস্বিন শঙ্করব্রোঞ্জদিল্লি
কমনওয়েলথ গেমস 2022 লং জাম্প পুরস্কার প্রাপক
নামমেডেলরাজ্য
মুরলী শ্রীশঙ্কররূপোকেরালা
কমনওয়েলথ গেমস 2022 ১০ কিমি রেস ওয়াক পুরস্কার প্রাপক
নামমেডেলরাজ্য
প্রিয়াঙ্কা গোস্বামীরূপোউত্তরপ্রদেশ
সন্দীপ কুমারব্রোঞ্জহরিয়ানা
কমনওয়েলথ গেমস 2022 মেনস ৩০০০ মিটার স্টিপলচেজ পুরস্কার প্রাপক
নামমেডেলরাজ্য
অবিনাশ সাবলেরূপোমহারাষ্ট্র
কমনওয়েলথ গেমস 2022 মেনস ট্রিপল জাম্প
নামমেডেলরাজ্য
এলডস পলসোনাকেরালা
আব্দুল্লাহ আবুবকররূপোকেরালা
কমনওয়েলথ গেমস 2022 ওম্যানস জ্যাভলিন থ্রো
নামমেডেলরাজ্য
অন্নু রানীব্রোঞ্জঅন্ধ্রপ্রদেশ
কমনওয়েলথ গেমস 2022 ওম্যানস ক্রিকেট
নামমেডেলরাজ্য
মহিলা ক্রিকেট দলরূপো-
কমনওয়েলথ গেমস 2022 হকি
নামমেডেলরাজ্য
মহিলা হকি দলব্রোঞ্জ-
পুরুষ হকি দলরূপো-

কমনওয়েলথ গেমস ২০২২ পশ্চিমবঙ্গের পদক তালিকা

পশ্চিমবঙ্গ থেকে সর্বমোট 3 টি পদক
নামমেডেলখেলা
অচিন্ত্য শিউলি (হাওড়া)স্বর্ণপদকভারোত্তোলন
সৌরভ ঘোষাল (কলকাতা)ব্রোঞ্জ পদকসিঙ্গেল স্কোয়াশ
সৌরভ ঘোষাল (কলকাতা)ব্রোঞ্জ পদকমিক্সড ডাবলস স্কোয়াশ

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career