CSIR UGC NET: আজকেই আবেদনের শেষ দিন!

UGC NET

দি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এর তরফে জয়েন্ট CSIR UGC NET পরীক্ষার আবেদন গ্রহণ চলছে। এদিন ১৭ই এপ্রিল আবেদন জানানোর শেষ দিন। আগ্রহী প্রার্থীরা (csirnet.nta.nic.in) ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার আবেদন জানাতে পারবেন।

পরীক্ষার আবেদন জানাবেন কিভাবে?

১) পরীক্ষার্থীদের প্রথমে (csirnet.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর হোমপেজে অবস্থিত পরীক্ষার রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করতে হবে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় সংস্থায় ‘গ্ৰুপ – সি’ পদে চাকরির সুযোগ

৩) এরপর নির্দেশ মতো সঠিকভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে।

৪) রেজিস্ট্রেশন ফি জমা করতে হবে।

৫) আবেদনপত্রটি সাবমিট করে ফর্মটি ডাউনলোড করে রাখবেন পরীক্ষার্থীরা।

প্রসঙ্গত, জয়েন্ট সিএসআইআর – ইউজিসি নেট ডিসেম্বর ২০২২/ জুন ২০২৩ পরীক্ষাটি আয়োজিত হবে আগামী ৬ জুন থেকে ৮ জুন সময়কালের মধ্যে। আবেদনপত্র সংশোধন করা যাবে আগামী ১৯শে এপ্রিল থেকে। এ বিষয়ে বিস্তারিত জানতে এনটিএ এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন। এছাড়া পরীক্ষা সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন পরীক্ষার্থীরা।

UGC NET

Official Website: Apply Now