চাকরির খবর

CTET 2023: শুরু হল অনলাইন আবেদন প্রক্রিয়া, চলবে ২৬ মে পর্যন্ত

Advertisement

CBSE CTET Examination Notification: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) জুলাই 2023 -এ কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা (CTET) পরিচালনার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

পদের নাম – Teacher (Classes I-VIII)
মোট শূন্যপদ – Not Mentioned

মাসিক বেতন – কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন ৩৫,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা – বি.এড./ ডিপ্লোমা ইন এডুকেশন/ প্রাথমিক শিক্ষা সম্পন্ন করা প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের শুধুমাত্র CTET ওয়েবসাইটের (https://ctet.nic.in) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি – জেনারেল/ ওবিসি (কেবলমাত্র পেপার I বা II) ১০০০/- টাকা। জেনারেল/ ওবিসি (উভয় পেপার I ও II) ১২০০/- টাকা। SC/ST/ ভিন্নভাবে সক্ষম ব্যক্তির জন্য (শুধুমাত্র পেপার I বা II) ৫০০/- টাকা। SC/ST/ ভিন্নভাবে সক্ষম ব্যক্তির জন্য (উভয় পেপার I এবং II) ৬০০/- টাকা।

CTET

নিয়োগ পদ্ধতি – CBT পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ – ২৬ মে, ২০২৩।

CTET

Official Notification: Download Now
Official Website: Apply Now

Related Articles