প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 07 মে 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. সম্প্রতি ইন্টারন্যাশনাল নিউজ পেপার ডিজাইন কম্পিটিশনে — বিজয়ী হলো ভারতীয় পত্রিকা The Hindu
2. ভারত ও ঘানার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও মজবুত করতে ইন্টিগ্রেট হতে চলেছে — UPI এবং GHIPSS
3. UNICEF ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন — অভিনেত্রী করিনা কাপুর খান
4. GST -এর অ্য়াপিলেট ট্রাইবুনালের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন — অবসরপ্রাপ্ত বিচারপতি Sanjaya Kumar Mishra
5. সম্প্রতি FIDE গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করলেন — ভারতীয় খেলোয়াড় Vaishali Rameshbabu
6. Indian Super League 2023-24 -এর খেতাব জিতল — Mumbai City FC
7. Raymond পোশাক কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন — গৌতম সিংঘানিয়া
8. American Express কোম্পানির বৃহত্তম ক্যাম্পাস চালু করা হচ্ছে — গুরুগ্রাম শহরে