চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 08 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 08 মে 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. ভারত এবং নাইজেরিয়া সম্প্রতি লোকাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম এগ্রিমেন্ট করল।

2. সম্প্রতি উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার নিযুক্ত করা হল সঞ্জীব নাটিয়াল কে।

3. সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেল গুজরাটের ঐতিহ্যবাহী টেক্সটাইল ক্রাফ্ট SKutch Ajrakh

4. পানামার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন José Raúl Mulino

5. এবারের বিশ্ব হাঁপানি দিবসের থিম ছিল Asthma Education Empowers

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

[quads id=10]

6. নবম ICC ওমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ 2024 আয়োজিত হবে বাংলাদেশে।

7. USATF উৎসবের পুরুষ বিভাগে হাইজাম্প প্রতিযোগিতায় খেতাব জিতলেন তেজস্বিন সংকর

8. ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার নাগরিক সুনিতা উইলিয়ামস পুনরায় মহাকাশযাত্রা করবেন।

9. সম্প্রতি FLiRT নামক কোভিডের নতুন ভেরিয়েন্ট আবিষ্কৃত হল।

10. Border Road organization -এর ৬৫ তম প্রতিষ্ঠা দিবস ৮ই মে।

11. আজ ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ