প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 10 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 10 মে 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. পঞ্চম বারের জন্য রাশিয়ার রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন ভ্লাদিমির পুতিন।
2. সম্প্রতি জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সোলার পাওয়ার উৎপাদনকারী দেশ হল ভারত।
3. ভারতীয় ফিনটেক কোম্পানি Setu সম্প্রতি Sesame নামক ভারতের প্রথম বৃহত্তম ল্যাঙ্গুয়েজ মডেল উদ্বোধন করল।
4. সম্প্রতি ৬১ বছর বয়সে প্রয়াত হলেন কেরলের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সংগীত শিভন।
আরও পড়ুনঃ এপ্রিল ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স PDF
5. ফিকশন ক্যাটাগরিতে Night Watch এবং ড্রামা ক্যাটাগরিতে Primary Trust সম্প্রতি পুলিৎজার পুরস্কার ২০২৪ অর্জন করল।
6. সম্প্রতি Bajaj Auto লঞ্চ করতে চলেছে বিশ্বের প্রথম CNG চালিত মোটরবাইক।
7. 36th La Liga খেতাব জিতল রিয়েল মাদ্রিদ ফুটবল ক্লাব।
8. পৃথিবীর চৌম্বকক্ষেত্রের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেল গ্রিনল্যান্ডের শিলায়।
9. ভারতের মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্র হিসেবে নিযুক্ত হলেন শ্রীলেখা মিত্র।
10. খরচ সাশ্রয়ী ইনভার্টার -এর জন্য সম্প্রতি পেটেন্ট পেল IIT Patna।