প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 12 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 12 এপ্রিল 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. প্রথম প্রাইভেট ব্যাঙ্ক হিসেবে লাক্ষাদ্বীপে নিজেদের ব্রাঞ্চ খুলল — HDFC Bank
2. Best Scientific Poster Award 2024 জিতল — Dr. Agarwal চক্ষু হাসপাতাল
3. 2028 অলিম্পিক পর্যন্ত ভারতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে নিযুক্ত হলেন — হরেন্দ্র সিং
4. সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ দ্বারা আয়োজিত — হোমিওপ্যাথি সিম্পসিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
5. প্রথম National Women’s Hockey League অনুষ্ঠিত হবে — ঝাড়খণ্ডের রাঁচিতে
6. সম্প্রতিক একটি সমীক্ষা অনুযায়ী ভূমিক্ষয়ের কারণে — ভারত মোট ১৫০০ বর্গ কিলোমিটার ভূমি হারিয়েছে
7. সম্প্রতি জিওগ্রাফিকাল ইন্ডিকেশন ট্যাগ পেল — অসমের বিহু ঢোল এবং জাপি
8. ৯৪ বছর বয়সে প্রয়াত হলেন “ঈশ্বর কণা”র আবিষ্কর্তা ব্রিটিশ পদার্থবিদ — Peter Higgs