প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 14 মার্চ 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. সম্প্রতি ভারতীয় নৌ-বাহিনী — Cutlass Express 2024 অনুশীলনে অংশগ্রহণ করল
2. ইউনিভার্সিটি অফ মরিসাস ডক্টরেট সম্মানে সম্মানিত করল — ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কে
3. আগামী লোকসভা নির্বাচনে ভোট প্রক্রিয়ার সুবিধার্থে যৌথভাবে কাজ করবে — ভারতীয় নির্বাচন কমিশন এবং গুগল
4. ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো এনার্জি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের নতুন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন — দীপক বাল্লানি
5. IIA Golden Compass অ্যাওয়ার্ড পেলেন — শ্রিণীবাসন স্বামী
6. পেরুর নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন — Gustavo Adrianzén
7. পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন — মহুয়া ব্যানার্জি
8. North East India Film Festival 2024 — আয়োজন করল মনিপুর