প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 14 ফেব্রুয়ারি 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
রাজ্যের বিভিন্ন স্তরের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication -এর তরফ থেকে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করা হচ্ছে। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিন আজকের প্রতিবেদনে।
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 14 ফেব্রুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. AI-Powered road safety ‘র জন্য — 9th GovTech পুরস্কার জিতল ভারত
2. PM Surya Ghar: Muft Bijli Yojana — যোজনা লঞ্চ করলেন প্রধানমন্ত্রী
3. লক্ষ্ণৌতে 67th All India Police Duty Meet হোস্ট করবে — RPF
4. হাঙ্গেরির রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন — Katalin Novak
5. Worlds Largest Helmet Producer-এর তকমা পেল — Steelbird কোম্পানি
6. সম্প্রতি ৭৯ বছর বয়সে মারা গেলেন — হিন্দি এবং মৈথিলী ভাষার লেখিকা ঊষা কিরন খান
7. কর্মীদের ডিউটি সময়ের পরে অফিস কল উপেক্ষা করার অধিকার প্রদানের জন্য — নতুন আইন লঞ্চ করছে অস্ট্রেলিয়া
৪. মৃত্যুদণ্ড দেওয়া ভারতীয় নৌ বাহিনীর প্রাক্তন আট কর্মীকে — মুক্তি দিল কাতার আদালত
9. শ্রীলঙ্কা এবং মরিশাসে — UPI লঞ্চ করবে ভারত
10. ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ — জেনারেল বিপিন রাওয়াতের মূর্তি উদ্বোধন করা হলো দেরাদুনে
11. জাতীয় মহিলা দিবস পালন করা হয় — ১৩ ফেব্রুয়ারি
12. K.P.P. Nambiar Award জিতলেন — ইসরোর বর্তমান চেয়ারম্যান এস. সোমনাথ