প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 16 এপ্রিল 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. CBI -এর জয়েন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন — অনুরাগ কুমার
2. Knife: Harrowing Tale of Resilience and the Fight for Free Speech শিরোনামে বই লিখলেন — প্রখ্যাত লেখক সালমান রুশদী
3. ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির ডিরেক্টর পদে নিযুক্ত হলেন — বিচারপতি অনিরুদ্ধ বোস
4. আইসল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন — Bjarni Benediktsson
5. ১২ ঘন্টা একটানা ট্রেডমিলে দৌড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন — ওড়িশার সুমিত সিং
6. IPL -এর ইতিহাসে দলগত ভাবে সর্বোচ্চ রানকারী দল হল — সানরাইজার্স হায়দ্রাবাদ (২৮৭/৩)
7. The Law and the Spirituality: Reconnecting the Bond শিরোনামে বই লিখলেন — উপরাষ্ট্রপতি জগদীপ ধানখড়